IPL Mega Auction : হটাৎ কোটিপতি হলেন কোন কোন ক্রিকেটার? রয়েছেন কেকেআরের একজন, জানুন বিস্তারিত

Uncapped Player in IPL-Mega-Auction-2025

আইপিএল ২০২৫ মেগা নিলামের (IPL Mega Auction 2025) প্রথম দিনটি ছিল ক্রিকেটপ্রেমীদের জন্য চমকপ্রদ। দুবাইয়ের জেদ্দায় রবিবার অনুষ্ঠিত এই অকশনে (IPL Auction) বেশ কিছু প্রখ্যাত ক্রিকেটারের পাশাপাশি নজর কেড়েছেন বেশ কিছু আনক্যাপড ক্রিকেটারও (Uncapped Player)। আইপিএলে সেরা দল গড়ার জন্য ফ্র্যাঞ্চাইজি গুলোর মধ্যে চলে তীব্র প্রতিযোগিতা, আর এদের মধ্যে কিছু আনক্যাপড ক্রিকেটার এবার কোটিপতি হয়ে উঠলেন। জেনে নিন এই ক্রিকেটারদের সম্পর্কে :

১. রাসিক দার (৬ কোটি – RCB)

   

KKR : নিলামের মধ্যেই নাইট শিবিরে অধিনায়কের দৌড়ে কারা? জানুন

জম্মু কাশ্মীরের প্রতিভাবান বোলার রাসিক সালাম দারকে নিজেদের দলে পেতে ৬ কোটি টাকা খরচ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও এবার এই তরুণ বোলারের দিকে নজর পড়েছিল একাধিক দল। এমার্জিং এশিয়া কাপেও দুর্দান্ত পারফরমেন্স ছিল তাঁর। RCB তাঁকে দলে নেওয়ার জন্য কৃতজ্ঞ, কারণ দলের বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করতে পারেন।

২. নমন ধীর (৫.২৫ কোটি – MI)

নমন ধীর আনক্যাপড ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছেন। ৫.২৫ কোটি টাকার বিনিময়ে মুম্বই ইন্ডিয়ান্স (MI) তাকে দলে নেওয়ার জন্য বিড করেছে। শুরুতে, RCB, DC, RR এবং PBKS-এর মতো দলগুলোও নমনকে দলে নিতে আগ্রহী ছিল, কিন্তু শেষ পর্যন্ত রাইট টু ম্যাচ (RTM) কার্ড ব্যবহার করে মুম্বাই ইন্ডিয়ান্স তাঁকে দলে ফিরিয়ে নেয়। নমন ধীর এক দুর্দান্ত তরুণ ব্যাটার, যিনি আগামী মরশুমে দলের জন্য বড় অবদান রাখতে পারবেন।

৩. আব্দুল সামাদ (৪.২০ কোটি – LSG)

India vs Australia : বুমরাহর হাত ধরে দীর্ঘ ১৬ বছর পার্থের মাঠিতে কোন ইতিহাস গড়ল ভারত

সানরাইজার্স হায়দরাবাদের তরুণ ব্যাটার আব্দুল সামাদ এবার লখনউ সুপার জায়ান্ট (LSG)-এর হয়ে ৪.২০ কোটি টাকায় আইপিএলে যোগ দিয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সুপার জায়ান্টস এবং পঞ্জাব কিংসের মধ্যে এই ক্রিকেটারকে নিয়ে চলে তুমুল প্রতিযোগিতা। যদিও সান রাইজার্স হায়দরাবাদ রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাঁকে ধরে রাখার সুযোগ পেয়েছিল, তবে তারা তা ব্যবহার করেনি। সামাদ লখনউয়ের ব্যাটিং লাইনের শক্তি বাড়াতে সাহায্য করবে।

৪. নেহাল ওয়াধেরা (৪.২০ কোটি – PBKS)

নেহাল ওয়াধেরাকে পাওয়ার জন্য এই মেগা অকশনে বিভিন্ন দর মলেধ্যে লড়াই হয়েছিল। শেষ পর্যন্ত ৪.২০ কোটি টাকায় তাঁকে দলে নেয় পঞ্জাব কিংস। CSK, LSG, PBKS এবং DC দলের মধ্যে বেশ কিছু সময় চলে তীব্র প্রতিযোগিতা। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে RTM কার্ড ব্যবহারের সুযোগ থাকলেও তাঁরা তা ব্যবহার করেনি।

৫. আশুতোষ শর্মা (৩.৮০ কোটি – DC)

শোকের ছায়া জেসন কামিন্সের জীবনে, কিন্ত কেন?

পঞ্জাব কিংসের হয়ে গত বছর নজর কড়া ক্রিকেটার আশুতোষ শর্মা এবার দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন ৩.৮০ কোটি টাকায়। RCB এবং RR-এর পাশাপাশি দিল্লি এই ক্রিকেটারকে পাওয়ার জন্য লড়াই চালিয়েছিল, এবং শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস তাকে দলে নেয়ার জন্য সর্বোচ্চ দাম দেয়। আশুতোষ শর্মা দলের মাটিতে শক্তিশালী পারফরম্যান্স দিয়ে অবদান রাখবেন।

৬. অভিনব মনোহর (৩.২০ কোটি – SRH)

অভিনব মনোহরকে পাওয়ার জন্য বিড করেছিল RCB এবং CSK, কিন্তু শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ (SRH) তাঁকে ৩.২০ কোটি টাকায় কিনে নেয়। CSK এবং GT-এর মধ্যে যে লড়াই চলছিল তা ছিল এক উত্তেজনাপূর্ণ মুহূর্ত। অভিনব মনোহর এই দলে আসার পর SRH-এর মিডল অর্ডারকে আরও শক্তিশালী করবে।

৭. অংকৃষ রঘুবংশী (৩ কোটি – KKR)

কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে গত মরশুমে খেলেছিলেন অংকৃষ রঘুবংশী। এবার তাঁকে ৩ কোটি টাকায় দলে নিয়েছে KKR। CSK এবং KKR-এর মধ্যে প্রতিযোগিতা চলছিল এবং শেষে কলকাতা তাকে দলে নেয়। অংকৃষ রঘুবংশী একজন চমৎকার অলরাউন্ডার, যিনি দলের বিভিন্ন স্তরে অবদান রাখতে সক্ষম।

এই আনক্যাপড ক্রিকেটারদের কোটিপতি হওয়ার ঘটনা আইপিএলের জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছে। ফ্র্যাঞ্চাইজিগুলি এখন নিজেদের শক্তি বাড়ানোর জন্য নতুন প্রতিভাদের প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছে, এবং এই তরুণ ক্রিকেটাররা আগামী দিনে আইপিএলে নিজেদের ছাপ রেখে যেতে পারেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleরাজ্যে নতুন নিয়মে পান পাতা, দাম বাড়ার আশঙ্কা, ক্ষুব্ধ আড়তদাররা
Next articleমঙ্গলবার নৈহাটির ‘বড়মা’র মন্দিরে মমতা
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।