জেমি ম্যাকলারেনকে সই করানোর দৌড়ে কেরালা ব্লাস্টার্স!

social media post suggest kerala blasters interested in Jamie Maclaren

Advertisements

জেমি ম্যাকলারেনকে (Jamie Maclaren) কেন্দ্র করে ক্রমে বাড়ছে জল্পনা। আগামী দিনে কোন ক্লাবে যোগ দিতে চলেছেন তিনি? এই প্রশ্ন রয়ে গিয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় করা হল বড় দাবি।

মেলবর্ন সিটি এফসির ‘লেজেন্ড’কে সই করানোর জন্য চেষ্টা চালাচ্ছে একাধিক ক্লাব। কেউ কেউ দাবি করেছিলেন জেমির মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলা প্রায় নিশ্চিত। যদিও সেটা চূড়ান্ত নয়। ক্লাবের পক্ষ থেকে ঘোষণা না করা পর্যন্ত নিশ্চিত হওয়ার উপায় নেই।

আই লিগ জয়ী ফুটবলারকে বিদায় জানাল ISL ক্লাব

সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে, জেমি ম্যাকলারেনকে দলে নেওয়ার ব্যাপারে নাকি উৎসাহী আরো এক ক্লাব- কেরালা ব্লাস্টার্স। কেরালা ব্লাস্টার্সও লিওনেল মেসির বিরুদ্ধে খেলা এই তারকা দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী বলে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এই পোস্টটিতে আরও বলা হয়েছে, ম্যাকলারেনকে দলে নেওয়ার জন্য তিন ক্লাবের সঙ্গে চেষ্টা চালাচ্ছে কেরালা ব্লাস্টার্স। আর কোন কোন ক্লাব অস্ট্রেলিয়ার এই ফুটবলারকে দলে নিতে চাইছে? পোস্টে বলা হয়েছে, মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল, মুম্বই সিটি এফসি আগ্রহী। সেই সঙ্গে আগ্রহ রয়েছে কেরালা ব্লাস্টার্সের।

জেমি ম্যাকলারেনেই মতো ফুটবলারের কাছে যে একাধিক ক্লাবের অফার থাকবে সেটাই স্বাভাবিক। বয়স বাড়লেও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারলে কার্যকর ভূমিকা নিতে পারবেন বলে আশা করা যায়। ম্যাকলারেন হয়তো ভারতকেই বেছে নেবেন তাঁর পরবর্তী গন্তব্য হিসেবে। কিন্তু কোন বিমানবন্দরে পা রাখবেন সেটাই প্রশ্ন।

Advertisements

 

The End! দল ছেড়ে জল্পনা বাড়ালেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার

প্রবল জল্পনা, মোহনবাগান সুপার জায়ান্টে সই করতে পারেন। তবে মুম্বই সিটি এফসিও প্রবলভাবে লড়াইয়ে রয়েছে বলে শোনা গিয়েছিল। শোনা গিয়েছিল ইস্টবেঙ্গলের আগ্রহের কথাও। এবার কেরালা ব্লাস্টার্স।