Social Media Buzz: কুয়াদ্রতের সাফাই ‘আমরা ডার্বি জিতেছি’

Carles Cuadrat

আগামীকাল ইস্টবেঙ্গলের ম্যাচ। তার আগে লাল হলুদ কোচ কার্লোস কুয়াদ্রতের (East Bengal Coach Carles Cuadrat) কিছু মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল (Social Media Buzz) হচ্ছে। স্প্যানিশ কোচের বক্তব্যের ঘুরেফিরে এসেছে সেই ডার্বির প্রসঙ্গ।

Advertisements

আগামীকাল, শনিবার ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। ম্যাচের আগের দিন ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রতের মন্তব্য ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। হাইপ্রোফাইল স্প্যানিশ কোচের দাবি, “সরকারীভাবে মোহন বাগান সুপার জায়ান্ট চলতি মরসুমে পনেরোটি ম্যাচ খেলেছে। একমাত্র আমরাই পেরেছি তাদের পরাজিত করতে।”

নিজের দলকে নিয়ে শুরু থেকে যথেষ্ট আশাবাদী কুয়াদ্রত। ইস্টবেঙ্গল সমর্থকরাও এবারের দল ও কোচকে কেন্দ্র করে নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন। ডুরান্ড কাপে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে দীর্ঘ দিন পর ডার্বি জয় লাল হলুদ তাঁবুতে এনেছিল একফালি রোদ্দুর। লাল হলুদ সমর্থকরা ভেবেছিলেন ইন্ডিয়ান সুপার লীগেও এবার দল ঘুরে দাঁড়াবে।

Advertisements

চলতি ইন্ডিয়ান সুপার লীগে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কিছু করে দেখাতে পারেনি ইস্টবেঙ্গল। চার ম্যাচ খেলে দল এখন ক্রম তালিকার নয় নম্বরে। দুটি ম্যাচে নিয়েছে মশাল। একটি ম্যাচের জয়, একটি ম্যাচে ভাগাভাগি বয়সে পয়েন্ট। কেরালা ব্লাস্টার্স বিরুদ্ধে পয়েন্ট পেতে মরীয়া ক্লাব। পাঁচ ম্যাচ খেলে ব্লাস্টার্স এখন রয়েছে পঞ্চম স্থানে।