বার পুজোর আগে মোহনবাগান (Mohun Bagan SG) ক্লাবে ঘটেছিল অপ্রত্যাশিত ঘটনা। ভেঙে পড়েছিল একটি গাছ। নতুন বছরের শুরুতেই এই ঘটনা। তবে বার পুজো সম্পন্ন হয়েছে নির্বিঘ্নেই।
গাছ ভেঙে পড়ার ঘটনায় অবশ্য বড় কিছু হয়নি। তবে সামান্য ক্ষতি হয়েছে। টেন্টে ‘আই লয়াভ মোহনবাগান’ লেখা ছিল মোটা হরফে। খুলে পড়ে গিয়েছে ‘মোহনবাগান’-এর কয়েকটা বর্ণ। এছাড়া গাছ পড়ার ঘটনায় উল্লেখযোগ্য তেমন কিছু হয়েছে বলে জানা যায়নি।
অন্যান্যবারের মতো কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবে বার পুজো হয়েছে জাঁকজমকের সঙ্গে। ঝকঝকে করা হয়েছিল ক্লাব। মূল ফটকে সাজানো হয়েছিল ফুলের মালা দিয়ে। গেট দিয়ে ঢুকেই যে পথ, তার পাশে সাজানো হয়েছে ছবি দিয়ে। তুলে ধরা হয়েছে বাংলার সংস্কৃতি।
মোহনবাগান ক্লাবের বার পুজোর কেন্দ্রে এবার ছিলেন দেবাশীষ দত্ত। বারের ওপর নারকেল ফাটিয়ে বাংলার নতুন বছরের শুভ সূচনা করেন তিনি। পুজোকে কেন্দ্র করে রবিবারের ছুটির দিনে সবুজ মেরুন ক্লাবে সমর্থকরা ভিড় জমিয়েছিলেন।
সোমবার মোহনবাগান সুপার জায়ান্টের দিন মরণ বাঁচন ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলা। শিল্ড জিততে হলে ম্যাচও জিততে হবে। মুম্বই সিটি এফসিকে হারাতে না পারলে শিল্ড আসবে না গঙ্গা পাড়ের ক্লাবে। আশা করা হচ্ছে স্টেডিয়ামের কানায় কানায় উপস্থিত থাকবে দর্শক।