ATK Mohun Bagan: বাগান ছাড়ার সম্ভাবনার ইঙ্গিত স্লাভকো ডামজানোভিচের

Slavko Damjanovic of ATK Mohun Bagan hints at leaving

চলতি মরশুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। শুরুর দিকে একটু সমস্যা দেখা দিলেও ম্যাচ এগোনোর সাথে সাথে ঘুরে দাঁড়িয়েছে দল। বিশেষ করে হিরো ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পাওয়ার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি সবুজ-মেরুন ব্রিগেডকে।

ইস্টবেঙ্গলকে ডার্বিতে হারানোর পর নক আউটে ওডিশা, সেমিফাইনালে হায়দরাবাদ ও ফাইনালে বেঙ্গালুরু এফসির মতো দলকে অতি সহজে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয় এটিকে মোহনবাগান। সুপার কাপ জেতার স্বপ্ন নিয়ে কেরল উড়ে গেলেও টুর্নামেন্টের শেষ দুই ম্যাচে জামশেদপুর ও এফসি গোয়ার কাছে হেরে বিদায় নিতে হয় তাদের। এবার আগামী মরশুমের পাশাপাশি এফসি কাপের জন্য প্রস্তুতি শুরু করে দেওয়ার ভাবনা বাগান শিবিরের। এর মধ্যেই এবার উঠে এলো এক নয়া তথ্য। মনে করা হচ্ছে এবার এটিকে মোহনবাগান ছাড়তে চলেছেন দলের এক তারকা ডিফেন্ডার।

   

আজ ঘন্টাখানেক আগেই নিজেই ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে সবুজ-মেরুন জার্সি পড়ে ম্যাচ খেলার কতগুলি ছবি পোস্ট করেন দলের ডিফেন্ডার স্লাভকো ডামজানোভিচ (Slavko Damjanovic)। পাশাপাশি তিনি লেখেন, “অসাধারণ একটি মরশুম। সকলের সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।” যা দেখে অনেকেই আন্দাজ করতে শুরু করেছেন যে আগামী মরশুমে হয়ত আর এই দলে থাকবেন না এই ভরসাযোগ্য বিদেশি ডিফেন্ডার।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Slavko Damjanovic (@slavko_23)

তাহলে কি নতুন ডিফেন্ডার আনতে চায় মোহনবাগান? বলাবাহুল্য, মরশুমের শেষের দিক থেকেই এক ডিফেন্ডার কে ছাড়ার কথা ভাবা হচ্ছিল এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। সেক্ষেত্রে ব্রান্ডন হ্যামিলের পাশাপাশি উঠে আসছিল স্লাভকোর নাম। তাছাড়া চোট সারিয়ে দল ফিরেছেন আরেক তারকা ডিফেন্ডার তিরি। তবে তাকে দলে রাখতে চায় ম্যানেজমেন্ট। তাহলে স্বাভাবিকভাবেই ওই দুই তারকার মধ্যে একজন ছাড়তে হত তাদের। সেক্ষেত্রে এবার হয়ত ফেরেন্দোর দল থেকে বিদায় নিতে পারেন ডামজানোভিচ। তবে এখনো পর্যন্ত কোনো কিছুই ঘোষণা করা হয়নি দলের তরফ থেকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন