Slavko Damjanovic: বাগান ছেড়ে বেঙ্গালুরুর পথে স্লাভকো, সরকারি ঘোষণা করে দিল ক্লাব

আগের আইএসএল মরশুমে ব্রেন্ডন হ্যামিলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সবুজ-মেরুন (Slavko Damjanovic) রক্ষণ সামলেছিলেন স্লাভকো ডামজানোভিচ।

Slavko Damjanovic

আগের আইএসএল মরশুমে ব্রেন্ডন হ্যামিলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সবুজ-মেরুন (Slavko Damjanovic) রক্ষণ সামলেছিলেন স্লাভকো ডামজানোভিচ। যারফলে, একাধিকবার বাগান রক্ষণভাগের সামনে ভোঁতা হয়ে গিয়েছিল প্রতিপক্ষের ধারালো আক্রমণভাগ। অনেকসময় এই সঙ্ঘবদ্ধ ডিফেন্সের জোরেই কোনো রকমে রেহাই পেয়েছে বাগান দল।

Advertisements

তবে এবার হ্যামিল থাকলেও ক্লাব ছাড়লেন স্লাভকো ডামজানোভিচ। আসন্ন আইএসএল মরশুমের কথা ভেবে এবার সুনীল ছেত্রীর দলে যোগ দিলেন এই বিদেশি ডিফেন্ডার। গত কয়েকমাস আগে সবুজ-মেরুন থেকে রিলিজ নেওয়ার পর থেকেই তার সঙ্গে যোগাযোগ শুরু করে বেঙ্গালুরু ম্যানেজমেন্ট। তাদের প্রস্তাবে মৌখিকভাবে সম্মতি ও দিয়েছিলেন এই তারকা।

অবশেষে আজ এই আইএসএল জয়ী ক্লাবের তরফ থেকে সরকারিভাবে ঘোষণা করা হল তার নাম। গত হিরো আইএসএলে মোট ১০ টি ম্যাচ খেলেছিলেন এই তারকা ফুটবলার। সেইসাথে একটি গোল ও রয়েছে তার ঝুলিতে। প্রথমদিকে দলের হয়ে নিজের জাঁত চেনাতে সক্ষম হলেও পরবর্তীকালে ফেরেন্দোর প্রথম একাদশে আর খুব একটা সুযোগ পাননি তিনি। স্বাভাবিকভাবেই দল ছাড়ার প্রসঙ্গ উঠে আসতে শুরু করেছিল অনেক আগে থেকেই। সুপার কাপ শেষ হতেই সবুজ-মেরুণ দলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন তিনি।

Advertisements

পরবর্তীতে রিলিজ দিয়ে দেওয়া হয় কলকাতার এই প্রধান থেকে। তবে মোহনবাগানে থাকাকালীন পরবর্তী সময়ে সেরকমভাবে গেম টাইম না পেলেও যথেষ্ট ফিট থেকেছেন স্লাভকো। তবে এবারের ইন্ডিয়ান সুপার লিগে আদৌ কতটা সফল হতে পারেন এই বিদেশি ডিফেন্ডার এখন সেটাই দেখার বিষয়।