Mohun Bagan SG: জেসন কামিন্স প্রসঙ্গে ‘বিস্ফোরক’ কোচ হুয়ান ফেরেন্দো

আজ সকালেই মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG) দলের পেজ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় জেসন কামিন্সের দলে আসার কথা।

Juan Fernando on Jason Cummings

আজ সকালেই মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG) দলের পেজ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় জেসন কামিন্সের দলে আসার কথা। যারফলে, আগত তিনটি মরশুমের জন্য বাগান দলের জার্সি পড়ে খেলবেন এই অস্ট্রেলিয়ান ফুটবলার। গত পড়শু দিনেই সুপারজায়ান্টস দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন আলবেনিয়ার তারকা ফুটবলার আর্মান্দো সাদিকু।

এবার যুক্ত হলেন এই অজি বিশ্বকাপার। তার আসার ফলে গতবারের তুলনায় আরও যে শক্তিশালী হয়ে উঠল হুয়ান ফেরেন্দোর (Juan Fernando) বাগান শিবির, তা কিন্তু বলাই চলে। আসন্ন হিরো ইন্ডিয়ান সুপার লিগে এই বিশ্বকাপারকে সামনে রেখেই নিজেদের একাদশ সাজানোর পরিকল্পনা থাকবে ফেরেন্দোর। কিন্তু এই ব্যাপারে ঠিক কি বলছেন বাগানের স্প্যানিশ কোচ?

জেসন কামিন্সের আসার ব্যাপারে স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো বলেন, জেসন কেমন ফুটবলার তা সবার জানা। বিশেষ করে ও আক্রমণ করার পাশাপাশি প্রেসিং ফুটবলের উপরেও যথেষ্ট জোর দেয়। যা আমার পরিকল্পনার সঙ্গে সম্পূর্ণ মানিয়ে যাবে। তাছাড়া বলের উপর দখল রাখার পাশাপাশি গোলের খিদে টাও সাংঘাতিক। সেইসাথে ওয়ান বাই ওয়ান সিচুয়েশন সামাল দিয়ে সাফল্য আনতে পারে সহজেই। যা সহজেই সকলের নজর টানবে। এছাড়াও বাগানের এই আইএসএল জয়ী কোচ আরও বলেন, ওর মতো সদ্য বিশ্বকাপ খেলে আসা ফুটবলার ভারতে খেলতে আসতে যে রাজি হয়েছে সেটাই অনেক বড়ো ব্যাপার। ভারতের এই ফুটবল লিগে দেশীয় ফুটবলের উন্নতির ক্ষেত্রে যে কতটা কার্যকরী এটা তার সবচেয়ে বড় উদাহরণ।

অন্যদিকে দলে যোগ দিয়ে হুয়ান ফেরেন্দোর বিষয়ে প্রশ্ন করা হলে কামিন্স জানান, যখন আমি ওনার সঙ্গে কথা বলি তখন বুঝতে পারি যে শুধুমাত্র আইএসএল চ্যাম্পিয়ন হয়েই থেমে থাকতে রাজি নন ফেরেন্দো। তাদের অন্যতম লক্ষ্য আসন্ন এএফসি কাপে ভালো পারফরম্যান্স করে গোটা মহাদেশের মধ্যে ক্লাব কে তুলে ধরা। তাদের এমন ভাবনার সাথে আমার যথেষ্ট মিল রয়েছে। কারন আমি নিজেও চাই আমার দল অংশগ্রহণ করা প্রত্যেকটি টুর্নামেন্ট থেকে সফল হয়ে ফিরুক।