Kibu Vicuna : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব কোচের সঙ্গে দেখা করলেন বাগানের শেখ সাহিল

ATK Mohun Bagan

কলকাতায় এসেছেন কিবু ভিকুনা (Kibu Vicuna)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবে কোচিং করাবেন তিনি। স্প্যানিশ কোচ কলকাতায় আসার পর তাঁর সঙ্গে দেখা করেছেন শেখ সাহিল (SK Sahil)।

Advertisements

কিবু ভিকুনার ছাত্র শেখ সাহিল। তাঁর সময়ে মোহনবাগানের (Mohun Bagan) অন্যতম গুরুতবপূর্ণ ফুটবলার ছিলেন ব্যারাকপুরের এই ছেলেটি। পরে এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) যোগ দিয়েছিলেন।

এটিকে মোহন বাগানে যোগ দেওয়ার পর বেশিভাগ সময় তাঁর কেটেছে মাঠের বাইরে। ২০২০ সালে যোগ দেওয়ার পর হাতেগোনা কিছু ম্যাচে সাহিলকে মাঠে নামতে দেখা গিয়েছে। সব মিলিয়ে এই তরুণ মিডফিল্ডার নিজের নামের প্রতি সুবিচার করার সুযোগ পাননি। 

Advertisements

আই লিগ জয়ী কিবুর সঙ্গে সাহিলের সাক্ষাৎ জল্পনা তৈরি করেছিল। কারণ এখন দল বদলের সময়। বহু নামী ফুটবলার ক্লাব পরিবর্তন করার পথে। সাহিলও কি তাই? এই প্রশ্নের উত্তর হয়তো ‘ না ‘। গুরুর সঙ্গে শিষ্যের সাক্ষাৎ নেহাৎ-ই সৌজন্যে কারণে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ দুজনের আলাপের সঙ্গে জার্সি বদলের সম্ভাবনা আপাতত নেই বলে অনুমান।