IPL Auction: ভারতের হয়ে মাত্র ৬ ম্যাচ খেলা ক্রিকেটার নিলামে মারতে পারেন মোটা অর্থ!

Siddharth Kaul

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের নিলামে (IPL Auction) বড় অঙ্কের অর্থ পাওয়ার আশা করছেন ভারতীয় মিডিয়াম পেসার সিদ্ধার্থ কাউল Siddharth Kaul )। ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের প্রতিনিধিত্ব করা সিদ্ধার্থ কাউলকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) দুই মরসুমে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ দিয়েছিল। এরপর নিলামের আগে ছেড়ে দেওয়া হয়। ৩৩ বছর বয়সী সিদ্ধার্থ কাউল গত কয়েক বছর ধরে সৈয়দ মুশতাক আলি ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করছেন।

Advertisements

২০২২ ও ২০২৩ মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এই বোলার। এ বছরই তাকে ছেড়ে দিয়েছে দলটি। ২০২১ সালে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন কৌল। ২০২২ সালে ১০ ম্যাচে ১৯ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলারও ছিলেন তিনি। এ বছর ১০ ম্যাচে ১৬ উইকেট নিয়ে পাঞ্জাবকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

ভারতের হয়ে ৬টি ম্যাচ (৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি) খেলা সিদ্ধার্থ আইপিএলের শেষ দুই আসরে নিজের প্রতিভা দেখানোর সুযোগ না পাওয়ায় হতাশ। সিদ্ধার্থ কৌল বলেন, ‘আমি বলব না যে আমি এতে হতাশ নই। আমিও একজন মানুষ, কিন্তু এ ক্ষেত্রে আমার হাতে কিছুই নেই। হতাশার কারণে খেলা ছেড়ে দেওয়ার কথা ভাবতেও পারছি না। প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের ১১ বছর পর আমি টিম ইন্ডিয়ার হয়ে খেলার সুযোগ পেয়েছিলাম। ভেবেছিলাম যে আমি আরও সুযোগ তৈরি করতে পারব।”

Advertisements

কৌল আশা করছেন, নিলামে তার জন্য বড় বিড হবে এবং তিনি নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। “আমি কর্মে বিশ্বাস করি। আমার কাজ হলো পারফর্ম করা। আমার ঘরোয়া পরিসংখ্যান সবার চোখের সামনে। ধরে না রাখার জন্য আমি কাউকে দোষ দেব না, কারণ আরসিবি এই বছর নতুন কোচিং দল পেয়েছে। এবারের আইপিএলে তারা নতুন কম্বিনেশন চায়।”