Sunday, December 7, 2025
HomeSports NewsShyama Shaw: মিঠুর পরিবর্তে মহিলা জাতীয় দলের নির্বাচক প্যানেলে এলেন শ্যামা

Shyama Shaw: মিঠুর পরিবর্তে মহিলা জাতীয় দলের নির্বাচক প্যানেলে এলেন শ্যামা

- Advertisement -

সোমবার, মিঠু মুখার্জির জায়গায় সিনিয়র মহিলা জাতীয় (Women’s National Team) নির্বাচন প্যানেলে যুক্ত হলেন প্রাক্তন বাংলা এবং রেলওয়ে ক্রিকেটার শ্যামা শ (Shyama Shaw)। একটি বিবৃতি দিয়ে বিসিসিআই সচিব জয় শাহ লেখেন, “মিসেস সুলক্ষনা নায়েক, মিঃ অশোক মালহোত্রা এবং মিঃ যতীন পরাঞ্জপেকে নিয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি) যথাক্রমে মহিলা নির্বাচক কমিটি এবং জুনিয়র ক্রিকেট কমিটিতে একজন করে নির্বাচকের পদের জন্য আবেদনগুলি দেখা হচ্ছে।”

একজন বাঁ-হাতি ব্যাটার এবং বাঁ-হাতি সীম বোলার, ৫১ বছর বয়সী শ্যামা ১৯৯৫ সালে তিনটি টেস্টে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন এবং ১৯৯৫ থেকং ১৯৯৭ সাল পর্যন্ত পাঁচটি একদিনের আন্তর্জাতিক খেলার পাশাপাশি দুটি অর্ধশতক এবং পাঁচ উইকেট নিয়েছিলেন।

   

ঘরোয়া ক্রিকেটে, শ্যামা ১৯৮৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত বাংলার হয়ে খেলেন, ১৯৯৮ থেকে ২০০২ পর্যন্ত প্রতিনিধিত্ব করেন রেলওয়ের। দুই বারের মেয়াদে বাংলার নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ২০২০ সালে সেপ্টেম্বরে মিঠুকে নিজুক্ত করে বিসিসিআই। এবার তাঁর মেয়াদ ফুরিয়েছে। তিনি এন শ্রীনিবাসনের থাকাকালীন দুই বছরের জন্য বিসিসিআইয়ের সভাপতিত্ব করেন।

পিটিআই এর আগেই জানিয়েছিল, বিসিসিআই জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে ভিএস থিলক নাইডুর নিয়োগ করা হবে। জুনিয়র ক্রিকেট কমিটি: ভি এস তিলক নাইডু (চেয়ারম্যান), রণদেব বোস, হরদভিন্দর সিং সোধি, পার্থিক পটেল, কৃষ্ণেণ মোহন

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular