World Cup: বিশ্বকাপের ভেন্যু নিয়ে সমস্যা পাকিস্তান ক্রিকেট বোর্ডের

২০২৩ ওডিআই বিশ্বকাপের (World Cup) চূড়ান্ত সময়সূচি দেখে নেওয়ার জন্য সমস্ত বোর্ডেকে বলে আইসিসি। আর এরপরেই জায়গা নিয়ে সমস্যার কথা বলে পাকিস্তান

World Cup Venue

২০২৩ ওডিআই বিশ্বকাপের (World Cup) চূড়ান্ত সময়সূচি দেখে নেওয়ার জন্য সমস্ত বোর্ডেকে বলে আইসিসি। আর এরপরেই জায়গা নিয়ে সমস্যার কথা বলে পাকিস্তান। অর্থাৎ, বিসিসিআইয়ের বেছে দেওয়া সব মাঠে পাকিস্তান খেলতে রাজি হচ্ছে না পিটিআইয়ের এক বিশ্বস্ত সূত্র।

তবে কোনো বিশেষ কারণ দেখাতে পারেনি পাকিস্তান ওই মাঠগুলিতে খেলতে না চাওয়ার জন্য। তবে সেভাবে দেখতে গেলে কিছু কারণ তো দাঁড় কথানোই যায়।

এই যেমন চেন্নাইতে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। চেন্নাই পিচে বরাবর স্পিন বোলিং প্রাধান্য পেয়ে এসেছে। এদিকে আফগানিস্তানে নুর আহমেদ ত রশিদ গানের মতো স্পিনার রয়েছে। এদিকে বেঙ্গালুরু সবসময়ই ব্যাটিং সহায়ক পিচ, সেখানে পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
তবে আইসিসি এবং বিসিসিআই বিবৃতি দেয় যে জোড়ালো কারণ না পেলে মাঠ বদলাবে না কেউই।