Shubman Gill: শুভমানের জন্য শুভ নয় এই ক্রিকেটার এই ফরম্যাট!

Shubman Gill

শুভমান গিল (Shubman Gill) ভারতের নিয়মিত ওপেনার। বেশ কিছুদিন ধরেই তাকে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। প্রায় তিন ফরম্যাটেই ওপেনার হিসেবে গিলকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত ভারতীয় ওপেনারের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ আশানুরূপ খেলেননি। গিল ইতিমধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে সেঞ্চুরি করেছেন।

Advertisements

আরও পড়ুন: Mohammed Shami: খেলার সবথেকে বড় পুরস্কার পেতে চলেছেন বাংলার শামি! 

তা সত্ত্বেও গিল এখনও পর্যন্ত ওয়ানডেতে যে খেলা খেলেছেন সেটা টি২০ ফরম্যাটে এখনও খেলতে পারেননি। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কোনো রান না করে প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় ওপেনার। ম্যাচের প্রথম একাদশে ঋতুরাজ গায়কওয়াড়ের পরিবর্তে গিলকে বেছে নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: Mohun Bagan: মুম্বই ম্যাচে মাঠে ফিরতে পারেন এই সবুজ-মেরুন তারকা

Advertisements

২০২৩ সালের জানুয়ারিতে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া শুভমান গিল এখন পর্যন্ত এই ফরম্যাটে ১২টি ম্যাচ খেলে ১২ ইনিংসে ব্যাট করে ২৭.৬৩ গড়ে এবং ১৪৫.৪৫ স্ট্রাইক রেটে ৩০৪ রান করেছেন। এর মধ্যে তিনি ১টি সেঞ্চুরি ও ১টি হাফ সেঞ্চুরি করেছেন। তার সর্বোচ্চ স্কোর ১২৬* রান।

আরও পড়ুন: Pro Kabaddi League: ৬০ পয়েন্ট নিয়ে একতরফা জয় বেঙ্গল ওয়ারিয়র্সের

এ ছাড়া গিলের টি-টোয়েন্টি ইনিংসের দিকে যদি একের পর এক তাকানো হয় তাহলে তার পারফরম্যান্স তেমন চোখে পড়বে না। এখন পর্যন্ত গিল যথাক্রমে ০৭, ০৫, ৪৬, ০৭, ১১, ১২৬*, ০৩, ০৭, ০৬, ৭৭, ০৯, ০০ রান করেছেন। এটা স্পষ্ট দেখা যাচ্ছে যে ১২ টি ইনিংসের মধ্যে ৮ টিতে গিল দশ অঙ্কর ঘর অতিক্রম করতে পারেননি। যদিও এটি এখনও গিলের প্রাথমিক পর্যায়। তবে তাকে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে মনোনিবেশ করতে হবে।