সাদা জার্সিতে দুই তারকা, হালান্ডের সই করা বুট পেলেন ভারত অধিনায়ক

shubman-gill-meets-erling-haaland-manchester-city

ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার আর্লিং হালান্ডের সঙ্গে আবারও দেখা হল ভারতের টেস্ট ও এক দিনের ক্রিকেট দলের অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill)। দুই ক্রীড়াবিদের একসঙ্গে তোলা ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল, যা ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

মুস্তাফিজুর ইস্যুতে শাহরুখের জিভ কাটলে ১,০০,০০০ টাকা পুরস্কারের ঘোষণা হিন্দু নেত্রীর

   

শুক্রবার নিজের সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন শুভমন। সেখানে দেখা যায়, সাদা জার্সি ও সাদা শর্টসে দু’জনই হাসিমুখে ছবি তুলছেন। সেই সঙ্গে হালান্ড শুভমনকে একটি সই করা বুট উপহার দেন। এই সাক্ষাৎকে আরও স্মরণীয় করে তোলে।

এই বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়ে শুভমন লেখেন, “২০২৫ আমাদের কাছে খুব বিশেষ একটা বছর ছিল। অনেক শিক্ষা, অভিজ্ঞতা এবং স্মৃতি অর্জন করেছি। সব কিছুর জন্য কৃতজ্ঞ। সেটা নিয়েই ২০২৬-এর দিকে এগিয়ে যাচ্ছি।” তাঁর এই বার্তায় স্পষ্ট, মাঠের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত অভিজ্ঞতাকেও সমান গুরুত্ব দিচ্ছেন তিনি।

৮ মিনিটেই শেষ! রো-কো জুটিকে দেখতে নিমিষেই উধাও টিকিট

গত বছর ভারতের টেস্ট ও এক দিনের দলের নেতৃত্ব পেয়েছেন শুভমন। ইংল্যান্ড সফরে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে গত বছরে সবচেয়ে বেশি রান এসেছে তাঁর ব্যাট থেকেই। যদিও খারাপ ফর্মের কারণে টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি এবং বিশ্বকাপ দলেও নির্বাচিত হননি।

অন্যদিকে, ফুটবল মাঠেও সময়টা দারুণ কাটছে হালান্ডের। ইংলিশ প্রিমিয়ার লিগে এই মুহূর্তে তিনি সর্বোচ্চ গোলদাতা। ১৯ ম্যাচে ১৯ গোল। ক্লাব ফুটবলের পাশাপাশি নরওয়ের জার্সিতে বিশ্বকাপেও খেলতে নামবেন তিনি।

আইপিএলে খেলতে পারবেন না মুস্তাফিজুর! নীরবতা ভাঙল BCCI

এই প্রথম নয়, অতীতেও শুভমন ও হালান্ডের সাক্ষাৎ হয়েছে। ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর একসঙ্গে ম্যাঞ্চেস্টার সিটির ঐতিহাসিক ত্রিমুকুট জয়ের উদ্‌যাপন করেছিলেন তাঁরা। ইংল্যান্ড সফরে গিয়ে শুভমন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলারদের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleকোথায় যোগ দিতে পারেন আদ্রিয়ান লুনা?
Next articleনতুন বছর নিয়ে ব্যাপক প্রত্যাশা রবসন রবিনহোর
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।