Saturday, December 6, 2025
HomeSports NewsShubh Ghosh: অনেক সম্ভাবনা নিয়ে নতুন চুক্তিপত্রে সই করলেন শুভ ঘোষ

Shubh Ghosh: অনেক সম্ভাবনা নিয়ে নতুন চুক্তিপত্রে সই করলেন শুভ ঘোষ

- Advertisement -

আইএসএল থেকে আবারো আই লিগে প্রত্যাবর্তন বাঙালি স্ট্রাইকারের । তরুণ ফুটবলার শুভ ঘোষের (Shubh Ghosh) কাহিনী একটু অন্যরকম।
জি বাংলা ফুটবল লিগ থেকে শুরু করে আই লিগ জয়ী মোহনবাগান দলের সদস্য৷ অন্যতম প্রতিভাবান ফুটবলার হিসেবে উঠে এসেছিলেন । কিন্তু গত দু’বছর ধরে প্রথমে ইস্টবেঙ্গল তারপর কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) স্কোয়াডে থাকার পরও খুব বেশি ম্যাচ খেলার সুযোগই পাননি।

Advertisements

আই লিগে মোহনবাগানের হয়ে খেতাব জয় ছিল তাঁর কাছে অনেকটা স্বপ্নের মতো। যেখানে তিনি দশটি গোল করেছিলেন । তারপর বাঙালি স্ট্রাইকার আইএসএলে যোগ দেওয়ার পর খুব বেশি সুযোগ পাননি । ফলত আই লিগে আবারো প্রত্যাবর্তন । এই মরশুমে শুভ ঘোষ পাঞ্জাবের হয় আই লিগে খেলতে চলেছেন । এক বছরের জন্য আই লিগের দল রাউন্ড গ্লাস পাঞ্জাবে তিনি যোগ দিলেন।

   
Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular