ভারতের অভিজ্ঞ ঘোড়সওয়ার শ্রুতি ভোরা (Shruti Vora) দুর্দান্ত পারফরম্যান্স করে ঐতিহাসিক জয় অর্জন করেছেন। প্রথম ভারতীয় রাইডার হিসেবে তিন তারকা গ্র্যান্ড প্রি প্রতিযোগিতার শিরোপা জিতেছেন শ্রুতি।
East Bengal: ভিডিও পোস্ট করে দিমিত্রি জল্পনা উস্কে দিল ইস্টবেঙ্গল
ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশন অব ইন্ডিয়া (ইএফআই)-এর পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। কলকাতার বাসিন্দা শ্রুতি ড্রেসেজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ (২০২২) এবং এশিয়ান গেমসে (২০১০, ২০১৪) ভারতের প্রতিনিধিত্ব করেছেন। গত ৭ থেকে ৯ জুন স্লোভেনিয়ায় অনুষ্ঠিত সিডিআই ৩ প্রতিযোগিতায় ৬৭.৭৬১ পয়েন্ট পেয়েছেন শ্রুতি। ৬৬.৫২২ স্কোর করে মলদোভার তাতিয়ানা আন্তোনেনকোর (আখেন) চেয়ে এগিয়ে যান এই ভারতীয় তারকা।
🏆🇮🇳 Historic Achievement Alert! 🇮🇳🏆#ShrutiVora has rewritten history by becoming the first Indian to win a 3* Grand Prix event in Lipica, Slovenia with a scoreline of 67.761 points🐴✨#ShrutiVora #IndianEquestrian #GrandPrixWinner #HistoryMade pic.twitter.com/NMLF4XmuYW
— Equestrian Federation Of India (@Efi_India) June 13, 2024
অস্ট্রিয়ার জুলিয়েন গেরিচ (কোয়ার্টার গার্ল) ৬৬.০৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন। শ্রুতি একই স্থানে একই সাথে অনুষ্ঠিত গ্র্যান্ড প্রিক্স স্পেশালেও প্রশংসনীয় পারফর্ম করেছিলেন। তিনি ৬৬.০৮৫ পয়েন্ট নিয়ে আন্তোনেঙ্কোর পরে দ্বিতীয় স্থানে নিজেকে রাখতে পেরেছিলেন।
Kiyan Nassiri: কিয়ান নাসিরিকে নিয়ে বড় ঘোষণা করে দিল চেন্নাইয়িন
ইতিহাস গড়ার পর শ্রুতি বলেছেন, ‘আমি এই ফলাফলে অত্যন্ত খুশি। এই দিনটার জন্য কঠোর পরিশ্রম করেছি এবং এই জয় সত্যিই ইতিবাচক। দেশের প্রথম রাইডার হিসেবে থ্রি স্টার ইভেন্টের শিরোপা জেতা অবশ্যই বিশেষ একটা ব্যাপার। আমি আমার দেশের মুখ উজ্জ্বল করার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাব।’