জল্পনা উস্কে দিল ইস্টবেঙ্গল (East Bengal)। শুক্রবার দুপুরে ক্লাবের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি পোস্ট করার পর থেকেই শুরু হয়েছে জল্পনা।
দল বদলের মরসুম শুরু হয়ে গিয়েছে। একের পর এক বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সই সংবাদ। আসন্ন মরসুমের আগে বহু ফুটবলার নতুন দলের জার্সি করতে চলেছেন। ইস্টবেঙ্গলও তাদের স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন করছে।
Kiyan Nassiri: কিয়ান নাসিরিকে নিয়ে বড় ঘোষণা করে দিল চেন্নাইয়িন
লাল হলুদ স্কোয়াডে যোগ দেবেন একাধিক নতুন বিদেশি ফুটবলার। কোন কোন বিদেশিকে কর্তারা সই করাতে পারেনসে ব্যাপারে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে জল্পনা চলছে দীর্ঘ দিন ধরে। শোনা যাচ্ছে একাধিক বিদেশি ফুটবলারের নাম। এর মধ্যে একটি ভিডিও পোস্ট করা হয়েছে ইস্টবেঙ্গল এফসি’র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে।
👀 🤔❓🔜
Catch all the #ISL action on @JioCinema 👉 https://t.co/rIg5wa8EoT 📺#JoyEastBengal #StayTuned pic.twitter.com/ZNpYwuibAX
— East Bengal FC (@eastbengal_fc) June 14, 2024
এই ভিডিও-ই দল বদলের জল্পনা বাড়িয়ে দিয়েছে। কী রয়েছে এই ভিডিওতে? ইস্টবেঙ্গলের তরফে শেয়ার করা ভিডিওতে তুলে ধরা হয়েছে গ্রিসের দেব-দেবীদের নাম। ইস্টবেঙ্গলের সঙ্গে গ্রিসের এক ফুটবলারের নাম যুক্ত করে সম্প্রতি জল্পনা চলছে খুব। তিনি দিমিত্রি দিয়ামান্টাকোস। কেরালা ব্লাস্টার্সের হয়ে গত মরসুমে গোলের বন্যা বইয়ে দেওয়া এই ফুটবলার নতুন দলে যোগ দিচ্ছেন। কিন্তু কোন দলে যোগ দেবেন সেটাই এখনও খোলসা হয়নি। ইস্টবেঙ্গলের কর্তারাও বিষয়টা স্পষ্ট করেননি।
Mohammedan SC: মহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দিলেন ভগবতীপুরের ইসরাফিল
কিন্তু দিমিত্রি লাল হলুদ তাঁবুতেই যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। ইস্টবেঙ্গল ও গ্রিসের দিমিত্রি জল্পনা যখন চরমে, তখনই এল এই ভিডিও।