Shreyas Iyer: নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টে শ্রেয়াস আইয়ারের অর্ধশতরান

Shreyas Iyer

Shreyas Iyer  half-century
Sports desk: কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক শ্রেয়াস আইয়ারের। আর সুযোগ পেতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করে বাজিমাত শ্রেয়াসের, এখন ব্যাটিং করছেন ৬৬ রানে। ভারত ৪ উইকেটে ২২১ রান স্কোরবোর্ডে তুলেছে।

কিংবদন্তী ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের কাছ থেকে অভিষেক টেস্ট ম্যাচে ক্যাপ পেয়েছেন শ্রেয়াস আইয়ার। ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

   

ভারত ৭.৫ ওভারে মায়াঙ্ক অগ্রবালের উইকেট হারিয়ে ফেলে দিনের শুরুতেই। মায়াঙ্ক ১৩ রানে জেমিসনের বলে উইকেট কিপার টম ব্লান্ডেলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ন ফিরে আসে। ভারত মায়াঙ্কের উইকেট হারিয়ে ২১ রান তুলেছিল। শুভমান গিল ৫২ রানে আউট হন। চেতেশ্বর পূজারা ২৬, অধিনায়ক অজিঙ্কা রাহানে ৩৫ রানে আউট হয়।

নিউজিল্যান্ডের ডানহাতি পেসার কাইল জেমিসন ৩৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছে মায়াঙ্ক অগ্রবাল, শুভমান গিল এবং অজিঙ্কা রাহানের। টিম সাউদি চেতেশ্বর পূজারার উইকেট নিয়েছে।

শ্রেয়াস আইয়ারের সঙ্গে রবীন্দ্র জাডেজা প্রথম ইনিংসের তৃতীয় সেশনে ব্যাট করছে ৩৭ রানে। ৭৫.৪ ওভারে ভারত ৪ উইকেটে ২৩৫ রান তুলেছে, খেলা চলছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন