
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে গিয়ে চোট তাঁর কেরিয়ার থামিয়ে দিতে পারত। সেই ভয়ংকর অধ্যায় পেরিয়েই বাইশ গজে (Indian Cricket Team) ফেরার পথে শ্রেয়স আইয়ার। চিকিৎসকদের প্রাথমিক অনুমান ছিল, অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে ভারতীয় তারকা ব্যাটারকে। কিন্তু সব আশঙ্কাকে ভুল প্রমাণ করে মাত্র দু’মাসের মধ্যেই ‘ফিট’ হয়ে উঠেছেন শ্রেয়স। সব ঠিক থাকলে ৬ জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের জার্সিতে তাঁর কামব্যাক কার্যত নিশ্চিত।
বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুরকে ছাঁটাইয়ের পর বিরাট ঘোষণা শাহরুখের দলের
চোটের পর থেকেই বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন শ্রেয়স। সেখানেই চলে রিহ্যাব ও ফিটনেস ট্রেনিং। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার তিনি খেলেছেন ‘রিটার্ন টু প্লে’ ম্যাচ সিমুলেশন, ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ। যদিও পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে আরও একটি ম্যাচ খেলার কথা রয়েছে তাঁর। সেই অনুযায়ী ৬ জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে মাঠে নামার ছাড়পত্র পেয়েছেন তিনি। ওই ম্যাচে কোনও অস্বস্তি বা নতুন চোট না হলে তাঁকে আন্তর্জাতিক ম্যাচের জন্য ‘ফিট’ ঘোষণা করা হবে।
এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে কি জায়গা পাবেন শ্রেয়স? শনিবারই ঘোষিত হবে ভারতের ওয়ানডে দল। ১১ জানুয়ারি থেকে শুরু তিন ম্যাচের সিরিজ। পুরোপুরি ফিটনেস ক্লিয়ারেন্স না মিললেও সম্ভাবনা রয়েছে, শ্রেয়সকে রেখেই দল ঘোষণা করা হতে পারে। কারণ, জুলাই মাসের আগে ভারতের আর কোনও ওয়ানডে ম্যাচ নেই। ওয়ানডে ফরম্যাটে শ্রেয়স আইয়ার ভারতীয় দলের অন্যতম ভরসা। নিউজিল্যান্ড সিরিজে খেলতে না পারলে তাঁকে ফের দেখা যাবে সরাসরি আইপিএলে।
মুস্তাফিজুর বাদ পড়তেই উচ্ছ্বসিত BJP, নেপথ্যে আবেগ না রাজনীতি?
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে প্লীহায় মারাত্মক চোট পান শ্রেয়স। পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক হয়ে ওঠে যে তাঁকে দ্রুত অস্ট্রেলিয়ার হাসপাতালে ভর্তি করতে হয়। প্রায় তিন দিন পর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। বোর্ডের মেডিক্যাল টিম সময়মতো তৎপরতা না দেখালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে জানা যায়।
দেশে ফিরে শুরু হয় দীর্ঘ রিহ্যাব। ডিসেম্বরের শেষেই নেটে ব্যাটিং শুরু করেছিলেন শ্রেয়স। তবে প্লীহার চোটের ধাক্কায় মাত্র এক মাসে প্রায় ছ’কেজি ওজন কমে যায় তাঁর, কমে যায় শারীরিক শক্তিও। তবু মানসিক দৃঢ়তা আর কঠোর পরিশ্রমে সমস্ত বাধা কাটিয়ে ফেরার পথে তিনি।
মুস্তাফিজকে ছেড়ে দিতে হবে! নির্দেশ BCCI র
এখন শুধু সময়ের অপেক্ষা। বিজয় হাজারে ট্রফির ম্যাচে সফলভাবে নামতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে ‘মিরাকল’ কামব্যাকের দরজা খুলে যাবে শ্রেয়স আইয়ারের সামনে। নিউজিল্যান্ড সিরিজে শেষ মুহূর্তে এন্ট্রি, সেই ছবিটাই কি এবার বাস্তব হতে চলেছে? উত্তর মিলবে খুব শ্রীঘ্রই।










