বিশ্বকাপের মঞ্চে সংস্কৃতির ছোঁয়া, অষ্টমীর সাজে সুরের জাদুতে বঙ্গকন্যা

মহিলা ক্রিকেট বিশ্বকাপের ( ICC Womens World Cup) উদ্বোধনী দিনে এক অন্যরকম মুগ্ধতার সাক্ষী রইল গোটা দেশ। অষ্টমীর (Durga Puja 2025) দিন অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে…

Shreya Ghoshal in Durga Puja look performs at ICC Womens World Cup opening ceremony at Guwahati

মহিলা ক্রিকেট বিশ্বকাপের ( ICC Womens World Cup) উদ্বোধনী দিনে এক অন্যরকম মুগ্ধতার সাক্ষী রইল গোটা দেশ। অষ্টমীর (Durga Puja 2025) দিন অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে শুধু ক্রিকেটই নয়, যেন নেমে এল সাংস্কৃতিক উৎসবও (India Cricket News)। জাতীয় সঙ্গীতের সুরে ভেসে উঠল দেশপ্রেম, আর সেই সুরে নজর কাড়লেন বাংলার গর্ব, গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। অষ্টমীর সাজে মঞ্চে উঠে শুধুমাত্র গানের জাদুতেই নয়, তাঁর পরিধান ও আত্মস্থ ভাবনাতেও দর্শকদের মুগ্ধ করলেন শ্রেয়া (Bengali Sports News)।

Advertisements

সাদা-লাল পাড়ের শাড়ি, হাতে চুড়ি, কানে ঝুমকো। এক ঝলক দেখলে মনে হতে পারে, শ্রেয়া বুঝি পুজোর অষ্টমীর অঞ্চলিতে যাচ্ছেন। অথচ সেই বিশ্বকাপের মঞ্চ, যেখানে একে একে হাজির হয়েছেন বিশ্বের সেরা মহিলা ক্রিকেটাররা। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়ার এমন সাজ শুধুই ফ্যাশন নয়, বরং এক প্রকার বার্তাও।

   

শুরু থেকেই যুক্ত শ্রেয়া

রবিবার ফের ভারত-পাক মহারণ! ‘করমর্দন’ ইস্যু ঘিরে বাড়ছে বিতর্ক

এই বিশ্বকাপের সঙ্গে শুরু থেকেই জড়িত শ্রেয়া ঘোষাল। শুধু উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করাই নয়, এবারের বিশ্বকাপের থিম সং ‘ব্রিং ইট হোম’ কণ্ঠ দিয়েছেন তিনি। সেই গানে ৮ দেশের ক্রিকেটারদের উদ্দেশ্যে তাঁর বার্তা, “হৃদস্পন্দন বলে, এবার কাপটা ঘরে আনো।” গানের সুরে উদ্দীপ্ত হয়ে উঠেছে গোটা গ্যালারি।

মাঠে সুর, গ্যালারিতে আবেগ

গুয়াহাটির উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়ার পারফরম্যান্স ছিল এক কথায় হৃদয়স্পর্শী। লাইভ জাতীয় সঙ্গীতে তাঁর কণ্ঠে যেন অন্য এক শক্তি মিশে গিয়েছিল। গ্যালারিতে থাকা দর্শকদের মুখেও সেই আবেগ ছড়িয়ে পড়ে। জাতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর থেকে শুরু করে প্রতিটি ক্রিকেটার শ্রেয়ার গানে তাল মেলান। শ্রেয়ার কণ্ঠের আবেগ ও দৃপ্ততায় উদ্বোধনী মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয়।

ক্রিকেটপ্রেমে সুরের জাদু

২০২৫ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেও শ্রেয়ার গান শোনা গিয়েছিল। সেখানেও তিনি প্রশংসিত হয়েছিলেন। কিন্তু বিশ্বকাপের মঞ্চে এসে তিনি যেন নিজেকে ছাপিয়ে গেলেন। শ্রেয়ার সুর যেন বলে দিচ্ছে, মাঠে লড়াই হবে ব্যাট-বলের, কিন্তু তা শুরু হোক সুর আর সংস্কৃতির আত্মপরিচয়ের মধ্য দিয়ে।

ভারতীয় মাটিতে ১২ বছর পর

ফেসবুক পোস্টেই ডুবলো ক্যারিয়ার? জাতীয় দল থেকে ব্যান হলেন তারকা ক্রিকেটার

প্রসঙ্গত, ১২ বছর পর ভারতে আসর বসেছে মহিলা ক্রিকেট বিশ্বকাপ। চলবে ২ নভেম্বর পর্যন্ত। ভারত, শ্রীলঙ্কার মোট ৬টি স্টেডিয়ামে হবে ম্যাচ। আজ ভারত মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। দুই সেমিফাইনাল যথাক্রমে ২৯ ও ৩০ অক্টোবর, আর ফাইনাল ২ নভেম্বর। তবে যদি পাকিস্তান ফাইনালে ওঠে, তাহলে ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোতে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

Shreya Ghoshal in Durga Puja look performs at ICC Womens World Cup opening ceremony at Guwahati