Shree Cement কর্তারা সজ্জন: নীতু সরকার || ইস্টবেঙ্গলের সঙ্গে থাকতে চাই: বাঙ্গুর

বিচ্ছেদের রাস্তা প্রশস্ত। তার আগে দুই পক্ষের গলাতে একে অপরের জন্য শ্রদ্ধা। শ্রী সিমেন্টের (Shree Cement) ম্যানেজিং ডিরেক্টর এইচএম বাঙ্গুর জানিয়েছেন যে তাঁরা আগামী দিনেও ইস্টবেঙ্গলের পাশে থাকতে চাইছেন তাঁরা। 

Advertisements

এক বহুল প্রচলিত ক্রীড়া সংবাদ মাধ্যমে এইচএম বাঙ্গুর জানিয়েছেন, ‘কোম্পানি যে এখনও ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে থাকতে চায় এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। কিন্তু এক্ষেত্রে কিছু বিষয় রয়েছে। দেখা যাক কী হয়। ওনারা বুঝদার মানুষ, আমরা বুঝদার মানুষ, দাবি দাওয়া পূরণের ব্যাপারে আমরা সক্ষম কি না সেটা দেখা দরকার।’

‘ এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যক্তিগত কেউই প্রাধান্য না দেওয়ায় ভালো। বিশেষ কাউকে গুরুত্ব না দিয়ে কোম্পানির কথা ভাবতে হবে। ক্লাবের কথা ভাবতে হবে।’ 

Advertisements

কিছু দিন আগে লাল হলুদ কর্মকর্তা দেবব্রত সরকার জানিয়েছিলেন যে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ সজ্জন। এবং ক্লাবের পক্ষ থেকে কোম্পানির প্রতি কোনো খারাপ মনোভাব পোষণ করা হচ্ছে না এমন ইঙ্গিত দিয়েছিলেন তখন।