কবে স্পোর্টিং রাইট ফিরিয়ে দিতে পারে Shree Cement? জেনে নিন

ইস্টবেঙ্গলের, বসুন্ধরা গ্রুপের আলোচনার মধ্যে এখনও রয়ে গিয়েছে শ্রী সিমেন্ট (Shree Cement)। কারণ সেই স্পোর্টিং রাইট। সরকারিভাবে ক্লাব কবে অধিকার ফিরে পাবে সে দিকে তাকিয়ে…

Shree Cement

ইস্টবেঙ্গলের, বসুন্ধরা গ্রুপের আলোচনার মধ্যে এখনও রয়ে গিয়েছে শ্রী সিমেন্ট (Shree Cement)। কারণ সেই স্পোর্টিং রাইট। সরকারিভাবে ক্লাব কবে অধিকার ফিরে পাবে সে দিকে তাকিয়ে লাল হলুদ জনতা। 

Advertisements

মনে করা হচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহে স্পোর্টিং রাইট ফিরিয়ে দিতে পারে শ্রী সিমেন্ট। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সিমেন্ট কোম্পানি ইস্টবেঙ্গলের স্পোর্টিং রাইট ফিরিয়ে দেবে বলে অনুমান। নতুন করে কোনও সমস্যা দেখা দেবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। 

   

কিছু দিন আগে এক বহুল প্রচলিত ক্রীড়া সংবাদ মাধ্যমে শ্রী সিমেন্টের তরফে জানানো হয়েছিল যে ইস্টবেঙ্গলের প্রতি তাদের এখনও আগ্রহ রয়েছে। লাল হলুদ কর্তা দেবব্রত সরকার অন্য এক সাক্ষাৎকারে বলেছিলেন শ্রী সিমেন্ট কর্তারা সজ্জন। অর্থাৎ কথা এগোনোর জন্য দুই পক্ষই আলোচনার জায়গা খোলা রেখেছে। এখন থেকেই নতুন করে শুরু হয়েছিল জল্পনা। প্রশ্ন উঠেছিল, তাহলে কি আরও দীর্ঘ হতে চলছে শ্রী সিমেন্ট অধ্যায়? 

এ ব্যাপারে আপাতত কোনও সদুত্তর নেই। তবে ক্লাব এবং কোম্পানির মধ্যে সমর্থকরা যে নতুন করে আন্তরিকতা খোঁজে পেয়েছেন তা বলাই বাহুল্য। বসুন্ধরা গ্রুপের সঙ্গে আলোচনা হলেও সিমেন্ট কোম্পানিকে এখনই অংকের বাইরে রাখতে চাইছেন না ময়দানের একাংশ। বুধবার জানা গিয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে যুক্ত হতে পারে ইস্টবেঙ্গল ক্লাব। ফুটবল সংক্রান্ত বিভিন্ন দিকের উন্নয়নে কাজ হবে যৌথ ভাবে।