সই তো ইস্টবেঙ্গল করিয়েছিল, আমরা কেন টাকা দেবো: Shree Cement

SC East Bengal

ইস্টবেঙ্গলের সাতজন প্রাক্তন ফুটবলারের বেতন এখনও বকেয়া রয়েছে। কবে, কোন পক্ষ সেই টাকা মেটাবে সে প্রশ্নের উত্তর এখনও খোঁজা হচ্ছে। শ্রী সিমেন্ট (Shree Cement) কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা এই বকেয়া মিটাবে না। 

Advertisements

লাল হলুদে খেলে যাওয়া সাতজন ফুটবলারের বেতন এখনও বকেয়া। ইস্টবেঙ্গলের বর্তমান ইনভেস্টর এবং স্পোর্টিং রাইটের অধিকারী শ্রী সিমেন্ট স্পষ্টতই জানিয়েছে যে তারা এই বকেয়ার দায়ভার নিতে রাজি নয়। সব মিলিয়ে প্রায় দেড় কোটি টাকা মেটাতে হবে। সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার প্লেয়ার স্টেটাস কমিটির দ্বারস্থ হয়েছেন ভুক্তভুগী ফুটবলাররা। কিগান পেরেইরা, রিনো অ্যান্টো, সিকে বিনিথ, গিরিক খোসলা, ইউজেনসিং লিংদো, কেভিন লোবো এবং অনীল চভন উক্ত সাত ফুটবলার। 

   

জানা গিয়েছে, কেভিন লোবো ৪১ লক্ষ টাকা, রিনো অ্যান্টো ২৬ লক্ষ টাকা, সিকে বিনিথ ২১ লক্ষ টাকা, ইউজেনসিং লিংদো ২১ লক্ষ টাকা, কিগান পেরেইরা ১৬.৮০ লক্ষ টাকা, অনীল চভন ১০.২৮ লক্ষ টাকা এবং গিরিক খোসলা ৬.৩০ লক্ষ টাকা এখনও পাবেন। সব মিলিয়ে বকেয়া ১.৪২ কোটি টাকা। 

Advertisements

সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ, শ্রী সিমেন্টের তরফে বলা হয়েছে, ‘ আমরা ওই বকেয়া মেটাবো না। আলোচিত ফুটবলারদের সই করিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। এসসি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের সই করানো ফুটবলারের বিষয়ে আমাদের শ্রদ্ধা রয়েছে।’