Shree Cement: কলকাতায় শ্রী সিমেন্টকে নিয়ে শুরু নয়া জল্পনা

শ্রী সিমেন্টকে (Shree Cement) নিয়ে শুরু হল নতুন জল্পনা। এখনই হয়তো কলকাতার সঙ্গে সিমেন্ট কোম্পানির যোগাযোগ ছিন্ন হচ্ছে না। কারণ সম্প্রতি কলকাতার আরও এক ক্লাবের সঙ্গে নাকি সাক্ষাৎ হয়েছে তাদের। সূত্র উদ্ধৃত করে এমনই খবর ইতিমধ্যে প্রকাশিত।

খবরে প্রকাশ, মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তাদের সঙ্গে কথা হয়েছে শ্রী সিমেন্টের। ক্লাবের পক্ষ থেকে হেভিওয়েট দুই কর্তা আলোচনায় উপস্থিত ছিলেন বলে মনে করা হচ্ছে।

   

ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছিল শ্রী সিমেন্টের। আর কয়েক দিন পরেই হয়তো ছিন্ন হবে লাল হলুদ সংস্থার গাঁটছড়া। যদিও ফুটবলের প্রতি আগ্রহ রয়েছে বলে জানিয়েছে কোম্পানি । এবং ফুটবলে বিনিয়োগ করার ব্যাপারে নতুন করে আগ্রহ দেখিয়েছিল শ্রী সিমেন্ট। 

মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে বাংকারহিল। ইন্ডিয়ান সুপার লিগ খেলার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগোচ্ছে ক্লাব। আই লিগে আপাতত ভালো অবস্থানে রয়েছে সাদা কালো ব্রিগেড।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন