Shoaib Malik-Sania Mirza: মা না বাবা, কার কাছে থাকবেন সানিয়া-শোয়েবের ছেলে?

ক্রীড়া জগতের অন্যতম জনপ্রিয় দম্পতি সানিয়া মির্জা ও শোয়েব মালিকের (Shoaib Malik and Sania Mirza) বিচ্ছেদ হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটার…

Shoaib Malik and Sania Mirza Son

ক্রীড়া জগতের অন্যতম জনপ্রিয় দম্পতি সানিয়া মির্জা ও শোয়েব মালিকের (Shoaib Malik and Sania Mirza) বিচ্ছেদ হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করায় দুজনের বিচ্ছেদের খবর এখন নিশ্চিত হয়েছে। সবার মধ্যে এখন আরেক আলোচনা, সানিয়া ও শোয়েবের পাঁচ বছরের ছেলে ইজহান কার কাছে থাকবে?

Advertisements

স্বামী-স্ত্রীর মধ্যে তালাক হলে সন্তানের হেফাজতও আইনগতভাবে দেওয়া হয়। তবে এখানে শোয়েবের কাছ থেকে সানিয়ার বিচ্ছেদ হয়তো ব্যক্তিগত বোঝাপড়ার মাধ্যমে হয়েছে। প্রকাশ্যে কোনো আইনি প্রক্রিয়া নেই এবং এমন পরিস্থিতিতে স্ত্রী নিজ ইচ্ছায় স্বামীর কাছ থেকে আলাদা হতে পারেন। এতে স্বামীও ক্ষতিপূরণের টাকা দিতে বাধ্য নন। কিন্তু সন্তানদের হেফাজতের নিয়ম কী, সেটাই এখন কৌতুহলের বিষয় ।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Shoaib Malik (@realshoaibmalik)

হিন্দু ধর্মে বিবাহ বিচ্ছেদের পরে, আদালতে একটি হেফাজতের নিয়ম রয়েছে। এতে আইনি প্রক্রিয়ার পরই হেফাজতের সিদ্ধান্ত নেওয়া হয়। মুসলিম পার্সোনাল ল বোর্ড মুসলিম ধর্মে শিশুদের হেফাজতের বিষয়ে সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের আইন অনুযায়ী সন্তানের বয়স ৭ বছর না হওয়া পর্যন্ত তার হেফাজত মায়ের কাছে থাকে কোনো আপত্তি ছাড়াই। এর পরে, যদি মা সন্তানের যত্ন নিতে ব্যর্থ হন, তবে সেই ক্ষেত্রে হেফাজতের দায়িত্ব বাবার কাছে যেতে পারে, অন্যথায় মায়ের এটি পাওয়ার অধিকার রয়েছে। বর্তমানে মা সানিয়া মির্জার সঙ্গে দেখা যাচ্ছে ইজহানকে। ইনস্টাগ্রামে ইজহানের সঙ্গে ঘন ঘন পোস্ট করেন সানিয়া। মাঝে মাঝে ইজহানের সঙ্গে ছবি শেয়ার করেন শোয়েবও। প্রায় ২-৩ সপ্তাহ আগে শোয়েব ইজহানের সঙ্গে পোস্টটি শেয়ার করেছিলেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sania Mirza (@mirzasaniar)