বোলিং কোচের মন্তব্যে সূর্যের চিন্তা বাড়াচ্ছে এই ক্রিকেটার

এশিয়া কাপের (Asia Cup 2025) দামামা বাজতে চলেছে ৯ সেপ্টেম্বর। সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত এই টুর্নামেন্ট ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে ক্রিকেটপ্রেমীদের মনে। ফাইনাল ম্যাচ…

Shivam Dube can ease pressure on India Cricket Team in Asia Cup 2025 said Bowling Coach

এশিয়া কাপের (Asia Cup 2025) দামামা বাজতে চলেছে ৯ সেপ্টেম্বর। সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত এই টুর্নামেন্ট ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে ক্রিকেটপ্রেমীদের মনে। ফাইনাল ম্যাচ ২৮ সেপ্টেম্বর। এবারের এশিয়া কাপে মোট আটটি দেশ অংশ নিচ্ছে, যারা দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত (India Cricket Team), পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। টুর্নামেন্ট শুরু হবে হংকং ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে। এরপর একে একে মাঠে নামবে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান।

এফসি গোয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলল মোহনবাগান, চর্চায় রইলেন রবসন

   

ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর, প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। সেই ম্যাচ দিয়েই সূর্যকুমার যাদবের নেতৃত্বে শুরু হবে ভারতের অভিযান। ভারত-পাকিস্তান মহারণ অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর।

টুর্নামেন্ট শুরুর আগে ভারতের বোলিং বিভাগ নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত করেছেন দলের বোলিং কোচ মর্নি মর্কেল। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই পেসার মনে করছেন, অলরাউন্ডার শিবম দুবে (Shivam Dube) হতে পারেন ভারতের জন্য বড় অস্ত্র। মর্কেলের কথায়, “শিবম দুবে এমন একজন খেলোয়াড়, যাকে প্রতিটি ম্যাচে চার ওভার করানো সম্ভব। ওর মধ্যে সেই সামর্থ্য রয়েছে।”

সম্মান না পেয়ে ছেড়েছিলেন শাহরুখের ফ্র্যাঞ্চাইজি! বোমা ফাটালেন IPL জয়ী অধিনায়ক

মর্কেলের এই মন্তব্যে ক্রিকেট মহলে জল্পনা শুরু হয়েছে। এশিয়া কাপে হয়তো শিবমকে নিয়মিত চার ওভার করানো হবে। ফলে দলের বোলিং ভারসাম্য কিছুটা হলেও ফিরতে পারে।

Advertisements

তবে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ একটু ভিন্নসুরে বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সময় রোহিত শর্মার দলে ছিল হার্দিক, জাদেজা ও অক্ষর তিনজন কার্যকরী অলরাউন্ডার। এতে বোলিং অপশন যেমন বেশি ছিল, ব্যাটিং গভীরতাও ছিল আট নম্বর পর্যন্ত। এবার কিন্তু হার্দিক ও অক্ষর ছাড়া আর কেউ নেই।” তিনি আরও যোগ করেন, “ভারতকে এবার নতুন উইনিং কম্বিনেশন খুঁজতে হবে। ওয়াশিংটন সুন্দরের অনুপস্থিতি দলে একটা ফাঁক তৈরি করেছে।”

অভিষেক নাকি কুলদীপ? জিতেশের জায়গা পাকা! প্রথম একাদশ নিয়ে চিন্তিত গম্ভীর

প্রাথমিক পর্ব শেষ হওয়ার পর, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল নিয়ে গঠিত হবে সুপার ফোর। সেখানে প্রত্যেক দল একে অপরের মুখোমুখি হবে। শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। প্রসঙ্গত, যদিও ভারত এবারের এশিয়া কাপের আয়োজক, তবে ভারত-পাকিস্তান রাজনৈতিক পরিস্থিতির কারণে ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই কারণে এবারের টুর্নামেন্ট হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে।

Shivam Dube can ease pressure on India Cricket Team in Asia Cup 2025 said Bowling Coach