আইপিএল ২০২৪-এর আগে ফর্মে ফিরেছেন শিখর ধাওয়ান। বাঁ-হাতি বিস্ফোরক এই ব্যাটসম্যান বর্তমানে ডিওয়াই পাতিল টি-টোয়েন্টি টুর্নামেন্টে (DY Patil T20 Cup) রানের বন্যা বইয়ে দিচ্ছেন। দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের বাইরে রয়েছেন শিখর ধাওয়ান। সর্বশেষ ভারতের হয়ে খেলেছিলেন ২০২২ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে।
৩৮ বছর বয়সী শিখর ধাওয়ান আইপিএল ২০২৪-এর আগেই ফর্মে ফিরে এসেছেন। আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক তিনি। সাদা বলের অন্যতম বিস্ফোরক ক্রিকেটার। আইপিএল ২০২৩-এ শিখর ধাওয়ান ভালো ব্যাটিং করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও, তাঁকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়নি। তবে শিখর বর্তমানে ডিওয়াই পাতিল টি-টোয়েন্টি কাপে ফের নিজের প্রতিভার পরিচয় দিতে শুরু করেছেন।
প্রতিযোগিতার এক ম্যাচে ৫১ বল খেলে অপরাজিত ৯৯ রানের ইনিংস খেলেছেন তিনি। ধাওয়ান মাত্র এক রানের জন্য সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। তবে তাঁর ইনিংসের ভিত্তিতে ডিওয়াই পাতিল ব্লু ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তুলেছিল।
https://twitter.com/PunjabKingsCult/status/1765657008831627672
শিখর ধাওয়ানের এই ইনিংসের পর তাঁর ভক্তরা দারুণ খুশি। অন্য দিকে পাঞ্জাব কিংসের সমর্থকরাও অধিনায়ককে ফর্মে ফিরে আসতে দেখে খুশি। দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের বাইরে রয়েছেন শিখর ধাওয়ান। এবারের বিসিসিআই কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি তাঁর। ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ থেকেও ছিটকে গিয়েছিলেন ধাওয়ান।
