ফুটবল লিজেন্ড সুনীলের অবসরে ‘বিস্ফোরক’ ক্রিকেটার শিখর ধাওয়ান

shikhar-dhawan-message-to-sunil-chhetri-inspiring-tweet-after-retirement

ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan) এবার আন্তরিক বার্তা দিলেন দেশের ফুটবল লিজেন্ড সুনীল ছেত্রীকে (Sunil Chhetri)। ছেত্রীর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর ক্রীড়াজগৎ জুড়ে যে আবেগের ঢেউ উঠেছে, তার মধ্যেই ধাওয়ানের এই টুইট আরও একবার দুই ভিন্ন খেলার দুই মহানায়কের পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের প্রতীক হয়ে উঠেছে।

Advertisements

নিজের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে শিখর ধাওয়ান লিখেছেন — “You’ve been a true inspiration, @chetrisunil11! Watching your journey has been nothing short of inspiring. Thank you for giving your all for the tricolour. Proud of you!” অর্থাৎ, “তুমি সত্যিই এক প্রেরণা, সুনীল। তোমার যাত্রাপথ ছিল অসাধারণ অনুপ্রেরণামূলক। তেরঙার জন্য যে আত্মত্যাগ তুমি করেছ, তার জন্য ধন্যবাদ। তোমার জন্য গর্বিত।” এই কয়েকটি বাক্যেই ফুটে উঠেছে এক দেশের দুই তারকার পারস্পরিক সম্মান ও আবেগের গভীরতা।

   

সুনীল ছেত্রীর বিদায় ভারতের ক্রীড়া দুনিয়ার জন্য এক যুগের অবসান। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি ছিলেন ভারতীয় ফুটবলের প্রাণভোমরা। জাতীয় দলের হয়ে শতাধিক গোল, অসংখ্য জয়ের মুহূর্ত এবং মাঠে তাঁর লড়াকু মনোভাব—সব মিলিয়ে ছেত্রীর নাম আজ ইতিহাসে খোদাই। তাঁর অবসরের খবর আসতেই শুধু ফুটবলভক্তরাই নয়, দেশের নানা প্রান্ত থেকে ক্রীড়াবিদ, অভিনেতা, রাজনীতিক—সবাই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।

শিখর ধাওয়ানের এই বার্তা সেই আবেগেরই এক সম্প্রসারণ। ধাওয়ান নিজেও এক সময় ভারতের ক্রিকেট দলে নেতৃত্ব দিয়েছেন, অসংখ্য ম্যাচে দেশের হয়ে জয় এনেছেন। তাই তিনিও জানেন, জাতীয় দলের হয়ে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার মানে কী। তাই হয়তো সুনীলের জন্য তাঁর হৃদয়ের এই বার্তায় এক অসাধারণ মানবিক ছোঁয়া রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ধাওয়ানের পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ফুটবলপ্রেমী ও ক্রিকেটভক্ত উভয়েই প্রশংসা করেছেন দুই তারকার এই আন্তরিকতা। অনেকে লিখেছেন, “এটাই আসল স্পোর্টসম্যানশিপ!” কেউ আবার মন্তব্য করেছেন, “ভারতের দুই নায়ক, দুই খেলার দুই মুখ, এক সুর—দেশপ্রেম।”

Advertisements

ভারতের ক্রীড়াজগতে এই ধরনের আন্তঃখেলা সম্পর্ক সবসময়ই বিশেষ গুরুত্ব পায়। যেখানে এক ক্রিকেটার দেশের সেরা ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, তা শুধু সম্মানের প্রতীক নয়, বরং নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্যও এক বড় শিক্ষা।

সুনীল ছেত্রীর প্রতি এমন ভালোবাসা ও সম্মান পাওয়া স্বাভাবিকই। তিনি কেবল একজন ফুটবলার নন, তিনি ভারতীয় ক্রীড়ার এক ব্র্যান্ড, যিনি নিজের অধ্যবসায়, সততা ও নিষ্ঠার মাধ্যমে কোটি তরুণের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন। শিখর ধাওয়ানের বার্তায় সেই শ্রদ্ধাই যেন আরও উজ্জ্বল হয়ে উঠল।

সুনীল ছেত্রীর অবসরের পর ভারতীয় ফুটবল এখন নতুন যুগের দ্বারপ্রান্তে। নতুন প্রজন্মের ফুটবলাররা এখন তাঁর রেখে যাওয়া পথেই এগোতে চাইছে। আর ধাওয়ানের মতো ক্রীড়াবিদদের বার্তা দেখাচ্ছে—খেলা আলাদা হতে পারে, কিন্তু দেশের জন্য ভালোবাসা ও ত্যাগের মন্ত্র একটাই।