চলতি ভারত-বাংলাদেশ (IND vs BAN) সিরিজের প্রথম টেস্টে চেন্নাইয়ের মাঠে দেখা গেছে বিশেষ কিছু মুহূর্তের ছবি। কখনো ভারতের কিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ সাজিয়ে দিচ্ছেন বাংলাদেশ টিমের ফিল্ডিং , কখনো বা ভারতের কিং কোহলি শাকিবকে বলছেন মালিঙ্গার মতো বোলার এই মুহূর্তে দরকার বাংলাদশের। তবে গোটা দিন জুড়ে বিভিন্ন ‘হাস্যরসের’ ঘটনা ঘটলেও বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্রটা পাল্টায়নি। গতকাল প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রান তাড়া করতে গিয়ে ব্যাট হাতে ভারতীয় বোলারদের সামনে রীতিমতো ‘আত্মহত্যা’ করেন শাকিব-লিটন-শান্তরা। আজ দ্বিতীয় ইনিংস খেলতে নেমেও ১৫৮ রানের মাথায় ৪ উইকেট খুইয়ে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দ্রুত ৪উইকেট খোয়ালেও নিজের অর্ধশতরান পূরণ করেছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। এখনো পর্যন্ত ৫১ রানে অপরাজিত আছেন তিনি। আর অধিনায়কের কাঁধে ‘ভর’ করেই ম্যাচ জেতার স্বপ্ন দেখছেন বাংলাদেশি ক্রিকেট ভক্তরা।
চেন্নাই টেস্টের তৃতীয় দিনের শুরু থেকে তরতর করে বেড়েছে ভারতের লিড। ঝোড়ো ব্যাটিংয়ের পর ভারত নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ৪ উইকেটে ২৮৭ রানে। অর্থাৎ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৫১৫ রান। ইতিহাস বলছে ভারতকে হারাতে হলে এই টেস্টে বিশ্ব রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ রানতাড়ার রেকর্ডটি ৪১৮ রানের। এমনকি ড্র করতে হলেও অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে শান্ত-নাজিমুলের দলকে। তবে এই মুহূর্তে যেভাবে ব্যাট করছে বাংলাদেশ তাতে অবিশ্বাস্য কিছু করার সম্ভাবনা ধীরে ধীরে কমছে। তবুও এদিন ৬০ বলে ৫১ রানের ইনিংস খেলে বাংলাদেশের আশা জাগিয়েছেন অধিনায়ক শান্ত। শুরুতেই দুই ওপেনার আউট হওয়ার পরে প্রথমে মোমিনুল (১১) ও পরে মুশফিকুর (১৩) কে নিয়ে এদিন দলের বিপর্যয় ঠেকানোর চেষ্টা করেন শান্ত।
Bad light brings an end to the day’s play.
Bangladesh 158/4, need 357 runs more.
See you tomorrow for Day 4 action 👋
Scorecard – https://t.co/jV4wK7BgV2#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/7JWYRHXQuY
— BCCI (@BCCI) September 21, 2024
টেস্ট শুরুতে (IND vs BAN) চেন্নাইয়ের উইকেটে ঘাস থাকলেও চা বিরতির পর এদিন বিকেলে স্পিন ধরতে শুরু করে। আর তারই ফায়দা নিয়েছেন ভারতীয় স্পিন জাদুকর রবিচন্দ্রন অশ্বিন। এদিন ১৫ ওভার হাত ঘুরিয়ে তিনটি উইকেট পেয়েছেন তিনি। একটি উইকেট পেয়েছেন ভারতের তারকা স্পীডষ্টার জাসপ্রিত বুমরাহ। আজ দিনশেষে বাংলাদেশের হয়ে অধিনায়ক শান্তের পাশাপাশি উইকেটে টিকে আছেন শাকিব আল হাসান (৫*)। তিনিও একইরকমভাবে অভিজ্ঞ। রেকর্ডবুক বলছে চতুর্থ ইনিংসে মোট ২৩ ম্যাচ খেলে ৮৫৫ রান করা সাকিবের গড় ৪৫। গতকাল বাংলাদেশকে জেতাতে তাঁর অভিজ্ঞতা কতটা তিনি কাজে লাগাতে পারেন সেটা দেখার জন্যই এখন মুখিয়ে রয়েছে বাংলাদেশি ক্রিকেট মহল।