East Bengal coach: এই বাঙালির কাছে গেছে লাল-হলুদের কোচ হওয়ার প্রস্তাব

east bengal supporters

শঙ্করলাল চক্রবর্তী’কে (Shankarlal Chakraborty) ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে ভবানীপুর’এর কোচের ভূমিকায় ছিলেন তিনি।এর আগে সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা’কে তোলা রঞ্জন ভট্টাচার্য্য’কে প্রস্তাব দিয়েছিল লাল হলুদ শিবির, তিনি নিজেও এবিষয়ে কোনও রকম সিদ্ধান্তে আসেনি,তার’ই আগে ফের শঙ্করলালের কাছে এই প্রস্তাব যাওয়া’টাকে,অন‍্য ভাবে নিচ্ছে সকলে।

Advertisements

এদিকে,এখনও মিটল না ইস্টবেঙ্গল – ইমামি’র চুক্তি জঁট।ইতিমধ্যে দুইবার বৈঠক সেরেছে দুই পক্ষ।দুই পক্ষের থাকে এবংআইনজীবী’রা নিজেদের শলা পরামর্শ করে চুক্তির খসড়া তৈরী করেছিল।বর্তমানে সেই চুক্তি ভালো ভাবে খতিয়ে দেখছে ইমামি’র কর্তারা।মঙ্গলবার তাদের তরফে একজন প্রতিনিধি উপস্থিত হয়েছেন কলকাতায়। তিনি চুক্তি পত্রে সই করলেও সমস্ত সমস্যার সমাধান হবে বলে আশা করছেন লাল হলুদ কর্তারা,তারাও দেখবেন চুক্তিপত্রে কোনো কিছু বদলের প্রয়োজন আছে কিনা,এই জন্যে এখনও অবধি দলগঠনের কাজ জোর কদমে শুরু করতে পারছে না এই ক্লাব।তাই কবে যে সমস্যা মিটবে সেটাই এখন বোঝা মুস্কিল ।

Shankarlal Chakraborty has been offered the post of East Bengal coach

Advertisements

এদিকে, দল গঠন কবে হবে তা এখনও অবধি ঠিক না হলেও,আগামী মরশুমে আর্জেন্টিনার ‌এক মিডফিল্ডার’কে দলে নিতে ঝাপাচ্ছে ইস্টবেঙ্গল।বছর আঠাশের ওই ডিফেন্সিভ মিডফিল্ডার’টির নাম ইভান রোসি।বর্তমানে তিনি খেলেন আর্জেন্টিনার প্রামেইরা লিগের দল মার্টিমোর হয়ে।এর আগে খেলেছিলেন রিভারপেল্টের মতো ঐতিহ্যবাহী আর্জেন্টিনার ক্লাবের হয়ে,সংশ্লিষ্ট ক্লাবের ২০১৫-১৬ এবং ২০১৬ -২০১৭ কোপা আমেরিকা জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।