Qatar World Cup 2022: শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপে স্থান নিশ্চিত করল এই দেশ

আর বাকি ছিল মাত্র একটি’ই দেশ। এবছর কাতারে অনুষ্ঠিত হতে চলা ফুটবল বিশ্বকাপের (World Cup) আসরে শেষ দেশ হিসেবে স্থান নিশ্চিত করে ফেললো কোস্টারিকা (Costa…

Costa Rica

আর বাকি ছিল মাত্র একটি’ই দেশ। এবছর কাতারে অনুষ্ঠিত হতে চলা ফুটবল বিশ্বকাপের (World Cup) আসরে শেষ দেশ হিসেবে স্থান নিশ্চিত করে ফেললো কোস্টারিকা (Costa Rica )। এর আগের দিন ‌প্লে অফে পেরু’কে হারিয়ে দিয়ে অস্ট্রেলিয়া জায়গা পাকা করেছিল, তাই স্বাভাবিক ভাবেই সকলের নজর ছিলো বিশ্বকাপের মঞ্চে পোড় খাওয়া নিউজিল্যান্ডের দিকে।কিন্তু এদিন কার্যত ব‍্যর্থ হলো কিউয়ি’রা।

ম‍্যাচের শুরু থেকেই দারুণ গতিময় ফুটবল খেলছিলো কোস্টারিকা।ম‍্যাচের মিনিট তিনেকের মাথায় জুয়িসন বেনেটের বাড়ানো পাস থেকে গোল করে যান জোয়েল ক‍্যাম্পবেল।যদিও সেই গোল হজম করার পরপরই ম‍্যাচে প্রত‍্যাবর্তন করতে মরিয়া হয়ে ওঠে নিউজিল্যান্ড।নাভাসদের দারুণ চাপে ফেলে নিউজিল্যান্ডের নিউক্য়াসেল ইউনাইটেডের স্ট্রাইকার ক্রিস উড।

একটা সময় গোল করে উড সমতায়’ও ফেরায় নিউজিল্যান্ড’কে।কিন্তু ভিআর সেই গোল বাতিল করে ফাউলের ফলে।পরবর্তী সময়ে সুযোগ নষ্ট করে অ্যালেক্স গ্রিভ ও ম্যাথিউ গারবেট।ম‍্যাচের ৬৯ মিনিটে বারবারাউজেস লাল কার্ড দেখলে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড।যদিও খেলা নিজেদের দখলে রাখার প্রবল মরিয়া একটি চেষ্টা চালায় কিউয়ি’রা‌।কিন্তু শেষ অবধি ১-০ গোলে জিতে কাতারের টিকিট নিশ্চিত করলো কোস্টারিকা।