KKR vs LSG: সবুজ মেরুন জার্সিতে অভিষেক হল ক্যারিবিয়ান তারকার

শামার জোসেফ (Shamar Joseph) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) প্রথম ম্যাচ খেলার সুযোগ পেলেন। রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁকে দলে রেখেছে লখনউ সুপ্র জায়ান্ট…

Shamar Joseph IPL Debut KKR vs LSG

শামার জোসেফ (Shamar Joseph) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) প্রথম ম্যাচ খেলার সুযোগ পেলেন। রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁকে দলে রেখেছে লখনউ সুপ্র জায়ান্ট (KKR vs LSG)। মার্ক উডের পরিবর্তে লখনউতে আসা শামার ওয়েস্ট ইন্ডিজের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পরে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন।

Advertisements

এই বছরের শুরুতে অস্ট্রেলিয়ার গাব্বা টেস্টে একাই ওয়েস্ট ইন্ডিজের পক্ষে এক ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন। তাঁকে ঘিরে হাইপ থাকা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের পেসারকে টুর্নামেন্টের শুরু থেকেই ব্যবহার করেনি লখনউ। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এলএসজি-র ম্যাচের টসে কেএল রাহুল বলেছিলেন, টুর্নামেন্ট চলাকালীন শামার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

KKR vs CSK ম্যাচের আগে ধোনিকে ‘সবচেয়ে সফল অধিনায়ক’ বললেন গম্ভীর

আফগানিস্তানের পেস বোলার নবীন-উল-হকের জায়গায় লখনউয়ের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি। এলএসজি পেস সেনসেশন মায়াঙ্ক যাদবকে ছাড়াই আজ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নেমেছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন মায়াঙ্ক যাদব।

লখনউ সুপার জায়ান্টস একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), কুইন্টন ডি কক, দীপক হুডা, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, রবি বিষ্ণোই, যশ ঠাকুর, শামার জোসেফ, মহসিন খান।

এলএসজি বেঞ্চ: আরশাদ খান, প্রেরাক মানকড়, এম সিদ্ধার্থ, অমিত মিশ্র, কে গৌতম।

Mumbai Indians: মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত হলেন তিন ফরম্যাটে ১০০ করা তারকা

কলকাতা নাইট রাইডার্স একাদশ: ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অংকৃষ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।

কেকেআর বেঞ্চ: সুয়াশ শর্মা, অনুকূল রায়, মণীশ পাণ্ডে, রহমানউল্লাহ গুরবাজ, রিঙ্কু সিং।