Home World Bangladesh বিশ্বকাপে গোহারা হেরে বাংলাদেশের ভোটে জিততে প্রার্থী হবেন শাকিব

বিশ্বকাপে গোহারা হেরে বাংলাদেশের ভোটে জিততে প্রার্থী হবেন শাকিব

Shakib Al Hasan

বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছে বাংলাদেশ। অষ্টম স্থানে থেকে বিদায় নিয়েছে। অধিনায়ক শাকিব আল হাসানের পদত্যাগ দাবি উঠেছে। জানা যাচ্ছে বিসিবি শাকিবকে ছাঁটাই করবে। এর মাঝে রাজনৈতিক মঞ্চে নেমে পড়লেন তিনি। বাংলাদেশ তথা আন্তর্জাতিক তারকা ক্রিকেটার তাঁর ভোট জয় নিশ্চিত করতে বেছে নিলেন ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগকে। ভোটে তিনটি কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন শাকিব আল হাসান। তবে তাঁকে প্রার্থী করা হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisements

আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন। শনিবার আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা নিজের দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। এরপর শুরু হয় দলটির বাকি মনোনয়ন বিক্রি। বিভিন্ন কেন্দ্রের জন্য প্রার্থী হতে চেয়ে নেতারা দলীয় টিকিট পেতে মরিয়া। তবে শাকিব আল হাসান চমকে দিলেন। তিনি তিনটি কেন্দ্রের জন্য প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছেন।

   

আওয়ামী লীগ সূত্রে খবর, শাকিব আল হাসান ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন কিনেছেন। ঢাকা থেকে তিনি ভোটে লড়াই করতে পারেন বলে আলোচনা তীব্র। তবে সবদিক খতিয়ে দেখেই তাকে প্রার্থী করতে চায় লীগ।

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের দিন ঘোষণা করেন। নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ৭ জানুয়ারি। দলগতভাবে মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থী প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর।

Advertisements