Shakib Al Hasan : প্রোটিয়াদের বিরুদ্ধে বড় চমক দিল বাংলদেশ, ঘরের মাঠেই অবসর তাঁর

২১ অক্টোবর থেকে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে টাইগার্সরা (Bangladesh)। এই সিরিজের আগেই বড় চমক দিল বাংলদেশ। দলে জায়গা পেলেন প্রাক্তন অধিনায়ক…

Shakib Al Hasan last Test Match

২১ অক্টোবর থেকে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে টাইগার্সরা (Bangladesh)। এই সিরিজের আগেই বড় চমক দিল বাংলদেশ। দলে জায়গা পেলেন প্রাক্তন অধিনায়ক তথা বাংলাদেশের প্রাক্তন সরকারের সদস্য শাকিব আল হাসান (Shakib Al Hasan)। কানপুরের টেস্টে নামার আগে ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেছিলেন বাংলাদেশের এই প্রাক্তন অধিনায়ক। তবে নিজের দেশের মাটিতে আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে চেয়েছিলেন তিনি। সেই ইচ্ছাই পূরণ হতে চলেছে তাঁর। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে প্রথম টেস্টের দলে রাখা হল প্রাক্তন বিশ্বসেরা অলরাউন্ডারকে।

ডার্বি ম্যাচে লাল-হলুদের কোচের দায়িত্বে কে, অনিশ্চিত অস্কার নাকি বিনো জর্জ

   

শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাপক জনরোষের মুখে পড়েন তার জেরে বাংলাদেশে পা রাখতে পারেননি শাকিব। এবার নিজের দেশের জনতার সামনে আন্তর্জাতিক টেস্ট কেরিয়ার শেষ ম্যাচ খেলবেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানেই জায়গা পেয়েছেন শাকিব আল হাসান। ফলত নিজের দেশেই কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলবেন তিনি। অন্যদিকে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শাকিবকে দেশের জার্সি গায়ে খেলতে দেখা যাবে কিনা, সে সময় সাপেক্ষ। কিছুদিন আগে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেছিলেন শাকিব। সেখানে দেশবাসীকে আবেদন জানান, বিদায়বেলায় যেন সকলে তাঁর পাশে থাকে।

দ্বিতীয় পর্বের সূচি প্রকাশ করল ISL, রইল বাগান শিবিরের ম্যাচের সম্পূর্ণ তালিকা

গতকালই বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্বে আনা হয়েছে ক্যারিবিয়ান প্রাক্তন ক্রিকেটার ফিল সিমন্সকে। ফলে দক্ষিণ আফ্ৰিকার বিরুদ্ধে নামার আগে নতুন মন্ত্র পেতে চলেছেন শান্তরা। বাংলাদেশ দলে রয়েছেন নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান, লিটন কুমার দাস, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নইম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।