ফেসবুক পোস্টেই ডুবলো ক্যারিয়ার? জাতীয় দল থেকে ব্যান হলেন তারকা ক্রিকেটার

বাংলাদেশের ক্রিকেট (Bangladesh Cricket) ইতিহাসে সবচেয়ে সফল ও জনপ্রিয় ক্রিকেটারদের একজন সাকিব আল হাসান (Shakib Al Hasan)। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি হয়ে উঠেছিলেন জাতীয় দলের…

Shakib Al Hasan banned from Bangladesh Cricket over Political posts and controversies 2025

বাংলাদেশের ক্রিকেট (Bangladesh Cricket) ইতিহাসে সবচেয়ে সফল ও জনপ্রিয় ক্রিকেটারদের একজন সাকিব আল হাসান (Shakib Al Hasan)। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি হয়ে উঠেছিলেন জাতীয় দলের মূল স্তম্ভ(Cricket News)। তবে সেদেশেররাজনৈতিক পরিবর্তনের পর সাকিবের ক্রিকেট ক্যারিয়ার বিতর্কিত মোড় নেয়। সরকার পরিবর্তনের পর থেকে তাঁকে দেশের হয়ে খেলার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে (Bengali Sports News)।

Advertisements

সোমবার রাতে বাংলাদেশের এক বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাফ জানিয়ে দেন, “সাকিবকে আর বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া হবে না। বাংলাদেশের জার্সি এমন কিছু না, যেটা যেকোনো ব্যক্তি পরতে পারেন। সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবেন না।”

   

নিরাপত্তা ইস্যুতে ইরান সফর বাতিল বাগানের, কড়া সিদ্ধান্ত নিল AFC!

মূল বিতর্কের সূত্রপাত সম্প্রতি সাকিবের এক ফেসবুক পোস্ট থেকে। সেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং হাসিনার সঙ্গে তোলা ছবি শেয়ার করেন। এই পোস্টের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা। অনেকেই মনে করেন, ক্ষমতাচ্যুত সরকারের প্রতি প্রকাশ্য সমর্থনের ফলেই সাকিবকে দলে সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসিফ মাহমুদের মতে, “সাকিব বারবার বলেছে, তাকে জোর করে রাজনীতিতে আনা হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। সেটার প্রমাণ আমরা পেয়েছি।”

রাজনীতি ও ক্রিকেটের সংঘাত

২০২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। নির্বাচনের সময় তিনি বলেছিলেন, রাজনীতি নয়, বরং এলাকার মানুষের জন্য কাজ করতে চান। কিন্তু বিরোধীরা দাবি করে আসছিল, সাকিবের এই রাজনৈতিক পদক্ষেপ নিছক রাজনৈতিক সুবিধাপ্রাপ্তির মাধ্যম।

জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে শুরু ‘বিশ্বকাপ’, ইতিহাসের খোঁজে ভারত

২০২৪ সালের আগস্টে হাসিনা সরকারের পতনের পর থেকেই সাকিব আর দেশে ফিরতে পারেননি। সে বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর তিনি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে বিদায় নেওয়ার ইচ্ছা থাকলেও তা পূরণ হয়নি।

সাকিবের বিরুদ্ধে অভিযোগের তালিকাও দীর্ঘ। রাজনীতির বাইরেও সাকিবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে: শেয়ারবাজারে কারচুপি, বেআইনি বেটিং ও ক্যাসিনোতে বিনিয়োগ, সোনা পাচার, কাঁকড়া ব্যবসায় দুর্নীতি, ক্রিকেটে গড়াপেটার সন্দেহ, নির্বাচনী হলফনামায় সম্পত্তি গোপন করা।যদিও এসব অভিযোগের বিষয়ে সাকিব প্রকাশ্যে খুব কমই কথা বলেছেন।

নতুন নেতৃত্ব, নতুন অধ্যায়

সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) দলে নতুন নেতৃত্ব নিয়ে এসেছে। টি-টোয়েন্টির দায়িত্ব পেয়েছেন লিটন দাস, আর ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক হয়েছেন মেহেদি হাসান মিরাজ। বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে গেলেও দেশের হয়ে সাকিবের আর খেলার সম্ভাবনা কার্যত শেষ।

Shakib Al Hasan banned from Bangladesh Cricket over Political posts and controversies 2025