
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘিরে তীব্র উত্তেজনা (T20 World Cup) ছড়িয়েছে ভারত-বাংলাদেশ ক্রিকেট মহলে। বিসিসিআইয়ের সেই পদক্ষেপের কড়া নিন্দা করেছে বাংলাদেশ ক্রিকেট মহল। পরিস্থিতি এতটাই ঘোরালো, প্রতিবাদস্বরূপ বাংলাদেশে আইপিএল সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে। এই আবহেই নাম না করে ভারতকে কটাক্ষ করলেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে তাঁর সেই মন্তব্য ঘিরে এবার পাল্টা আক্রমণে নেমেছেন নেটিজেনরা।
মুস্তাফিজুর বিতর্কে উত্তাল বিশ্বকাপ, ভারতে আসবে বাংলাদেশ? কি বলছে ICC
মুস্তাফিজুর ইস্যুতে ভারত-ক্রিকেটীয় সম্পর্কে ব্যাপক অবনতি ঘটেছে, তা আর গোপন নয়। বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস মিললেও ভারতীয় মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দলকে। পাশাপাশি আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে কড়া বার্তা দিয়েছে পদ্মাপাড়ের দেশ। সব মিলিয়ে উপমহাদেশের ক্রিকেট রাজনীতি কার্যত টালমাটাল।
এহেন পরিস্থিতিতেই খানিক উসকানিমূলক মন্তব্য করে বিতর্কে আগুনে ঘি ঢাললেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদি। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সীমান্তের ওপারের লোকজন খেলোয়াড়ি মানসিকতা লঙ্ঘন করেছে। তবে আমাদের কাজ ক্রিকেট খেলা। আমরা খেলাতেই মন দেব। মাঠে নেমেই আমরা জবাব দেব।”
এশিয়া কাপের করমর্দন বিতর্ক টেনে ভারতকে ‘হুঙ্কার’ আফ্রিদির
যদিও শাহিনের এই মন্তব্য মূলত এশিয়া কাপ প্রসঙ্গেই। পহেলগাঁও হামলার পর প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে ভারতের ক্রিকেটাররা হাত না মেলানোয় বিতর্কের সৃষ্টি হয়। সেই ঘটনাকেই ইঙ্গিত করে মন্তব্য করেছিলেন শাহিন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক ঘনিষ্ঠতা এবং মুস্তাফিজুর ইস্যুর আবহে বক্তব্য নতুন মাত্রা পেয়ে যায়।
তবে শাহিনের মন্তব্যে যে সবাই সহমত, তা নয়। সোশ্যাল মিডিয়ায় পাক পেসারকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। এক নেটিজেন ‘অপারেশন সিঁদুর’র প্রসঙ্গ টেনে লেখেন, “ফাঁকা কলসির আওয়াজ বেশি।” আবার কেউ কেউ তাঁর চোটের দিকটি তুলে ধরে খোঁচা দেন, “মাঠে নেমে জবাব দেওয়ার মতো ফিটনেস আছে তো?”
বিশ্বকাপের আগে ধাক্কা ভারতের, বদলির তালিকায় এই তিন ক্রিকেটার
উল্লেখ্য, বর্তমানে হাঁটুর চোটে ভুগছেন শাহিন শাহ আফ্রিদি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি আদৌ খেলতে পারবেন কিনা, তা এখনও অনিশ্চিত। সেই অবস্থায় মাঠে নেমে ‘জবাব দেওয়ার’ হুঙ্কারকেই ব্যঙ্গের সুরে দেখছে নেটদুনিয়া। সব মিলিয়ে মুস্তাফিজুর রহমানকে ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন ছড়িয়ে পড়েছে উপমহাদেশের ক্রিকেট রাজনীতির অলিগলিতে। আর সেই উত্তেজনার মাঝেই শাহিনের মন্তব্য ও নেটিজেনদের পাল্টা তোপ নতুন করে উসকে দিল ভারত–পাক–বাংলাদেশ ক্রিকেট ত্রিকোণের উত্তাপ।
Shaheen Afridi on India behaviour in Asia Cup:
“People across the border have violated the spirit of sportsmanship. Our job is to play cricket, and that remains our focus. We will try to respond on the field.”#ShaheenAfridi #PAKvIND pic.twitter.com/EWxiZXgJGJ— Shakeel Khan Khattak (@ShakeelktkKhan) January 7, 2026









