গত বৃহস্পতিবার এসিসি পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলকে মেনে নেয় এশিয়া কাপের জন্য। অর্থাৎ হিসেব মতো পাকিস্তানকেও ভারত সফর করতে হবে ওডিআই বিশ্বকাপের জন্য। নাজ়ম শেঠীর নেতৃত্বে পিসিবি শুরুতেই জানায় যে কোলকাতা চেন্নাই ইত্যাদি মাঠে খেলতে আপত্তি না থাকলেও আহমেদাবাদে খেলবে না পাকিস্তান। এদিকে আইসিসিকে বিসিসিআইয়ে প্রস্তাবিত সময়সূচিতে দেখা যায়, ভারতের বিরুদ্ধেই পাকিস্তানকে খেলতে হবে পাকিস্তানকে।
বৃহস্পতিবার এশিয়া কাপের বৃত্তান্ত প্রকাশিত হলে শেঠী আবার বলেন, ভারতের মতো পাকিস্তানকের সরকারও যদি তাদের প্রতিবেশী দেশে সফর করতে না দেয়, তাহলে সবটাই তাদের হাতের বাইরে চলে যাবে।
আহমেদাবাদে খেলা নিয়ে পাকিস্তানের মন বিরুপ দেখে এবার মুখ খুললেন প্রাক্তন পাক অধিনায়ক শহিদ আফ্রিদি। সামা টিভির এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আহমেদাবাদের কেন খেলতে চান না ওরা? পিচ থেকে কি আগুন বেরোয়, নাকি ভুত আছে ওখানে? ওরা যাক ওখানে, খেলুক, জিতুক! এমন অদ্ভুত কিছু সমস্যা দেখা দিলে সেখানে গিয়ে জিতে ফিরে আপা ছাড়া উপায় কি আছে!”
আফ্রিদি আরো বলেন, “দিনের শেষে পাকিস্তান জিতলে কার কি বলার থাকতে পারে! এত কিছু না ভেবে পুরো ব্যাপারটাকে ইতিবাচক ভাবে নেওয়া উচিৎ। যদি ভারতের সমস্যা না থাকে, তোমাদেরও যাওয়া উচিত, ভরা মাঠে জিতে দেখিয়া দেওয়া উচিৎ যে তোমরা কি পারো!”