Shahbaz Nadeem: অবসর নিলেন ৫০০’র বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলার

ঘরোয়া ক্রিকেটে পাঁচ শতাধিক উইকেট নেওয়া অভিজ্ঞ বাঁ-হাতি বোলার শাহবাজ নাদিম (Shahbaz Nadeem) সব ফরম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই রঞ্জি মরসুমে রাজস্থানের বিরুদ্ধে…

Indian bowler Shahbaz Nadeem

ঘরোয়া ক্রিকেটে পাঁচ শতাধিক উইকেট নেওয়া অভিজ্ঞ বাঁ-হাতি বোলার শাহবাজ নাদিম (Shahbaz Nadeem) সব ফরম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই রঞ্জি মরসুমে রাজস্থানের বিরুদ্ধে শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন নাদিম। অবসরের পর বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

সম্প্রতি ঝাড়খণ্ডের আরও দুই সিনিয়র ক্রিকেটার সৌরভ তিওয়ারি এবং বরুণ অ্যারনও অবসরের ঘোষণা করেছেন। ক্রীড়া সংবাদ মাধ্যমে নাদিম জানিয়েছেন, ‘আমি দীর্ঘদিন ধরে আমার অবসরের সিদ্ধান্ত বিবেচনা করছিলাম এবং এখন সিদ্ধান্ত নিয়েছি তিন ফরম্যাট থেকেই অবসর নেব। আমি সব সময় মনে করি, অনুপ্রেরণা থাকলেই ভালো কিছু করা সম্ভব হবে। তবে এখন আমি জানি যে ভারতীয় দলে সুযোগ পাব না। তাই তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়াই ভাল। এখন বিশ্বের বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লীগগুলোতেও খেলার পরিকল্পনা করছি।’

ভারতের হয়ে দু’টি টেস্ট খেলেছেন নাদিম। ২০১৯ সালের অক্টোবরে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক ম্যাচ খেলেন তিনি। নিয়েছেন চার উইকেট। এরপর ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এছাড়া আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস ও সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে মোট ৭২টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।

অবসর নিয়ে নাদিমের বক্তব্য, ‘বেশি আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। ২০ বছর ধরে ঝাড়খণ্ডের হয়ে খেলছি। যদিও আমরা রঞ্জি ট্রফি জিততে পারিনি, তবুও আমরা একটি শক্তিশালী দলের ভিত্তি স্থাপন করতে পেরেছি। ঘরোয়া ক্রিকেটে ঝাড়খণ্ডকে এখন আর কেউ হালকাভাবে নিচ্ছেন না।’

২০১৫-১৬ ও ২০১৬-১৭ মরসুমে রঞ্জি ট্রফির সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন নাদিম। এছাড়া ২০১৮ সালের বিজয় হাজারে ট্রফিতেও সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। ২০১৮ সালের বিজয় হাজারে ট্রফিতে ১০ রানে ৮ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে এটিই তাঁর সেরা বোলিং ফিগার। ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত ভারত ‘এ’ দলের হয়ে খেলার সময় ২৮.৪৬ গড়ে ৮৩ উইকেট নিয়েছিলেন।

ছোটবেলার কোচ ইমতিয়াজ হুসেনকে বিশেষ ধন্যবাদ জানিয়ে নাদিম বলেন, ‘উনি এমন একজন মানুষ যিনি আমাকে শিখিয়েছেন কীভাবে হাতে বল করতে হয়। আজও আমি আমার বোলিং নিয়ে তাঁর কাছ থেকে পরামর্শ নিই। তা ছাড়া ইন্ডিগো ক্লাবের সঙ্গে যুক্ত এস রহমানও যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, তা কখনও ভুলব না। হয়তো এই মানুষগুলো ও আমার পরিবারের জন্যই আমি এত বছর ধরে ক্রিকেট মাঠে আমার যাত্রা অব্যাহত রাখতে পেরেছি। “

ঘরোয়া ক্রিকেটে অষ্টম সর্বোচ্চ রঞ্জি ট্রফির উইকেট শিকারি (৪১৬) হিসেবে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন শাহবাজ। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪০ ম্যাচে ২৮.৮৬ গড়ে মোট ৫৪২ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া তালিকায় ১৭৫ উইকেট ও টি-টোয়েন্টিতে ১২৫ উইকেট রয়েছে তাঁর নামে।