Mohammedan SC: মহামেডানে টাকা ঢালবেন শাহরুখ? জেনে নিন ব্যাপারটা কী

আই লিগ জয় করে ইন্ডিয়ান সুপার লিগ খেলার পথে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যার ফলে ঢেলে সাজানো হচ্ছে দল। ভাল বাজেটের দল গোড়া হবে…

আই লিগ জয় করে ইন্ডিয়ান সুপার লিগ খেলার পথে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যার ফলে ঢেলে সাজানো হচ্ছে দল। ভাল বাজেটের দল গোড়া হবে বলেই আশা করা হচ্ছে। কিন্তু টাকা কে ঢালবে সেটাই হল প্রশ্ন। এরই মধ্যে উঠে এল শাহরুখ খানের নাম।

   

ডুরান্ড কাপ হতে পারে প্রস্তুতির মঞ্চ

ব্যাপারটা কী ?

সোশ্যাল মিডিয়ায় মহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে আলোচনা শুরু হয়েছে নতুন করে. ক্লাবের সঙ্গে বিনিয়োগকারী কোম্পানি হিসেবে বাংকারহিল রয়েছে। মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারাও বিনিয়োগকারী কোম্পানির সঙ্গে একজোটে ভাল বাজেটের দল গড়ার কাজে হাত লাগিয়েছেন। দুই পক্ষ এক সঙ্গে কাজ করার পরেও প্রত্যাশিত বাজেটে ক্লাব পৌঁছাতে পারবে কি না সে ব্যাপারে প্রশ্ন অনেক দিন আগে থেকেই ছিল এবং রয়েছে।

মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে আরো এক বিনিয়োগকারী যুক্ত হতে পারে এমন সম্ভাবনার কোথাও শোনা গিয়েছিল। দু-একটা কোম্পানির নামও উঠে এসেছিল সংবাদ মাধ্যমে। কিন্তু ক্লাবের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা এখনও হয়নি। এবার সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, শাহরুখ খানের কোম্পানি রেড চিলিজের সঙ্গে ক্লাবের কথা হচ্ছে।

এরিকসনকে দলে নেওয়ার চেষ্টায় কেরালা ব্লাস্টার্স?

কথা হচ্ছে না হবে সেটাই হল প্রশ্ন। প্রাপ্ত খবর অনুযায়ী, শাহরুখ খানের কোম্পানি রেড চিলিজের সঙ্গে মহামেডান স্পোর্টিং ক্লাবের কথা হয়েছিল। কিন্তু আলোচনা খুব একটা ফলপ্রসূ হয়নি। আগামী দিনে ক্লাব ও রেড চিলিজের মধ্যে আলোচনা নতুন কোনো দিকে মোড় নেয় কি না সেটাই হল দেখার বিষয়।