KKR: চিৎকার-রাগারাগি নয়, কেকেআর হারলেও ক্রিকেটারদের জড়িয়ে ধরেন শাহরুখ

শাহরুখ খান (Shah Rukh Khan) নিজের দলকে (KKR) সমর্থন করার জন্য প্রায়শই স্ট্যান্ডে উপস্থিত থাকেন। ক্রিকেটারদের মনোবল বাড়াতে তিনি নিজে যান ড্রেসিং রুমে। আইপিএল ২০২৪…

shah rukh khan hugged kkr player even after defeat

শাহরুখ খান (Shah Rukh Khan) নিজের দলকে (KKR) সমর্থন করার জন্য প্রায়শই স্ট্যান্ডে উপস্থিত থাকেন। ক্রিকেটারদের মনোবল বাড়াতে তিনি নিজে যান ড্রেসিং রুমে। আইপিএল ২০২৪ (IPL 2024)-এ ইডেন গার্ডেন্সে নিয়মিত ছিলেন শাহরুখ।

KKR Next Match: বৃষ্টির কারণে ভেসে যাবে কলকাতার ম্যাচ? জেনে নিন আবহাওয়ার মতিগতি কেমন

   

কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার বরুণ চক্রবর্তী জানিয়েছেন, ‘কীভাবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পরাজয়ের পরে শাহরুখ দলের মনোবল বাড়িয়ে তুলেছিলেন। সাজঘরে এসে ক্রিকেটারদের আলিঙ্গন করেছিলেন শাহরুখ। কলকাতায় প্রায় সব ম্যাচেই শাহরুখ উপস্থিত ছিলেন। এমনকি যে ম্যাচে আমরা ভালো করতে পারিনি, সেখানেও তিনি ড্রেসিংরুমে এসে প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে এক ঘণ্টা কথা বলেছেন এবং সবাইকে জড়িয়ে ধরেছেন।’

ড্রেসিংরুমে গিয়ে কেকেআর কর্ণধার বলেছেন, ‘এটা শুধু একটা ম্যাচ। পরের ম্যাচে আরও ভালো করার চেষ্টা করো। এবার আমি একটা খুব বড় পার্থক্য দেখতে পাচ্ছি। কারণ আমাদের মধ্যে বোঝাপড়া খুব ভাল জায়গায় রয়েছে।’

Mohun Bagan: এবার মোহনবাগানের নজরে এই কোস্টারিকান ফুটবলার

প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর বোর্ডে ২৬১ রানের বিশাল স্কোর তুলেছিল। সুনীল নারিন ৩২ বলে ৭১ রান ও ফিল সল্ট ৩৭ বলে ৭৫ রান করেছিলেন। পাঞ্জাব কিংসের হয়ে প্রভসিমরন সিং (২০ বলে ৫৪) ও জনি বেয়ারস্টো দ্রুত রান তোলা শুরু করেছিলেন। মাত্র ছয় ওভারে প্রথম উইকেটে ৯৩ রান যোগ করেন এই দুই ব্যাটার।

বেয়ারস্টো ৪৮ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে ২৮ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেন শশাঙ্ক সিং। তাঁর ইনিংসে ছিল ৮টি ছক্কা। ৮ বল বাকি থাকতে কলকাতা নাইট রাইডার্সকে পরাজিত করে পাঞ্জাব কিংস। এই ম্যাচের পরেও নিজের দলের ক্রিকেটারদের জড়িয়ে ধরেছিলেন বলিউডের বাদশাহ।