এশিয়া কাপে অভিষেক হবে ৭ ক্রিকেটারের, কারা পাবেন প্রথম একাদশে সুযোগ?

দীর্ঘ অপেক্ষার পর সূচনা হয়েছে ২০২৫ এশিয়া কাপ (Asia Cup 2025) ক্রিকেট টুর্নামেন্টের। ৯ সেপ্টেম্বর আফগানিস্তান বনাম হংকং ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের অভিযান। ভারতের…

Seven Indian Cricketers to Make debut in Asia Cup 2025

দীর্ঘ অপেক্ষার পর সূচনা হয়েছে ২০২৫ এশিয়া কাপ (Asia Cup 2025) ক্রিকেট টুর্নামেন্টের। ৯ সেপ্টেম্বর আফগানিস্তান বনাম হংকং ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের অভিযান। ভারতের (India) প্রথম ম্যাচ বুধবার, ১০ সেপ্টেম্বর। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি (UAE)।

Advertisements

অবনমন পর্বে সার্দানের বিরুদ্ধে মর্যাদা রক্ষার লড়াইয়ে ব্ল্যাক প্যান্থার্সরা

   

এইবার এশিয়া কাপে ভারতের ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছে একাধিক নতুন মুখ। তাঁদের মধ্যে সাতজন ক্রিকেটার (Seven Indian Cricketers) প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নিচ্ছেন, যা নিঃসন্দেহে টুর্নামেন্টে ভারতের (India vs UAE) শক্তির পাশাপাশি ভবিষ্যতের প্রতিশ্রুতিও বহন করছে। নতুনদের নিয়ে তৈরি হয়েছে কৌতূহল, কে কতটা সুযোগ পাবেন, কতটা বাজিমাত করবেন? সেটাই এখন দেখার।

এশিয়া কাপে প্রথমবার অংশ নিচ্ছেন যাঁরা:

অভিষেক শর্মা : সাম্প্রতিক টি-২০ সিরিজে আগ্রাসী ওপেনিংয়ে নিজের ক্ষমতার প্রমাণ দিয়েছেন অভিষেক। শুভমন গিলের সঙ্গে তাঁর ওপেনিং জুটি গড়ার সম্ভাবনা রয়েছে। ব্যাট হাতে বিধ্বংসী হয়ে উঠতে পারেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

সঞ্জু স্যামসন : অবশেষে এশিয়া কাপ স্কোয়াডে জায়গা পেলেন সঞ্জু। যদিও এখনও নিশ্চিত নয় একাদশে তিনি খেলবেন কি না, তবে সুযোগ পেলে এটিই হবে তাঁর প্রথম এশিয়া কাপ। শেষ দশ ইনিংসে তিনটি সেঞ্চুরি করে দারুণ ফর্মে রয়েছেন তিনি, যা দলের জন্য বড় প্রাপ্তি হতে পারে।

শিবম দুবে : ছক্কা হাঁকানোর দক্ষতায় পরিচিত এই অলরাউন্ডার প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নিচ্ছেন। দুবের ইনিংস বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে। যদিও প্রথম একাদশে তাঁর জায়গা এখনও চূড়ান্ত হয়নি, তবে সুযোগ পেলে তিনি ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন একার হাতে।

জিতেশ শর্মা : ভারতের মিডল অর্ডারের সম্ভাবনাময় মুখ জিতেশ শর্মা। শুভমন গিলের অধিনায়কত্বে সুযোগ পেয়ে তাঁর ভাগ্য খুলে গিয়েছে বলেই মনে করছেন অনেকেই। সঞ্জু স্যামসনের সঙ্গে মূল একাদশে জায়গা পাওয়ার দৌড়ে তিনি এগিয়ে রয়েছেন। তবে প্রথম ম্যাচে তিনি খেলবেন কি না, তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা হয়নি।

ভারত বনাম UAE নয়! এশিয়ার মঞ্চে গুরু-শিষ্যের লড়াই দেখবে ক্রিকেটবিশ্ব?

রিঙ্কু সিং : শেষ কয়েকটি সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফিনিশিং টাচ দিয়েছেন রিঙ্কু। টি-২০ ফরম্যাটে ৩৩ ম্যাচে ৫৪৬ রান করে ইতিমধ্যেই তিনি ভারতের অন্যতম ফিনিশার হিসেবে জায়গা করে নিয়েছেন। এবারে এশিয়া কাপে তাঁর ডেবিউ কার্যত নিশ্চিত বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

বরুণ চক্রবর্তী : গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের স্পিন ম্যাজিক দেখিয়ে নজর কাড়েন বরুণ চক্রবর্তী। এবার এশিয়া কাপে তাঁর ওপরও চোখ থাকবে। ভারতের স্পিন আক্রমণে তিনি হতে পারেন ‘এক্স ফ্যাক্টর’। যদিও এটিই তাঁর প্রথম এশিয়া কাপ অভিষেক।

হর্ষিত রানা : গৌতম গম্ভীরের পছন্দের পেসার হর্ষিত রানা নিজের আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছেন একটিমাত্র টি-২০ ম্যাচ দিয়ে। তবে শামি বা সিরাজদের বিশ্রাম দেওয়া হলে হর্ষিতের হাতে আসতে পারে সুযোগ। ভারতীয় পেস আক্রমণে তাঁর যুক্ত হওয়া হতে পারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

২০২৫ সালের এই এশিয়া কাপ টুর্নামেন্ট ভারতের তরুণ মুখগুলোর জন্য এক বড় মঞ্চ। আইপিএল ও আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকলেও এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলার সুযোগ তাদের কাছে দারুণ সুযোগ নিজেকে প্রমাণ করার। শুধু অভিষেক করাই নয়, প্রত্যেকেই দলের ভবিষ্যতের স্তম্ভ হয়ে উঠতে পারেন। শুরুটা যদি হয় আজকের ম্যাচ থেকে, তবে ভারতের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল।

Seven Indian Cricketers to Make debut in Asia Cup 2025