ক্লাবের ছেলেদের দল ইন্ডিয়ান সুপার লিগের আসরে একের পর এক হতাশজনক পারফরম্যান্স দিয়েই চলেছে। সমর্থকরা উৎসাহ হারিয়েছে স্টিফেন কনস্টানটাইনের দলকে নিয়ে। আইএসএলে খেলার সুযোগ করে নেওয়ার পর থেকেই প্রতি বছর লাল-হলুদ(East Bengal) ব্রিগেডের চিত্রটা একই রকম।স্থান হচ্ছে লিগের তলানিতে।
ইনভেস্টর আসছে আর যাচ্ছে, কিন্তু ক্লাবের পারফরম্যান্সে যে তিমিরে ছিলো, সেই তিমিরেই রয়েছে।এমন হতাশজনক সময় আশার আলো দেখালো লাল-হলুদ শিবিরের মেয়েদের দলটা।সদ্য কন্যাশ্রী কাপ জিতে নিয়েছে তারা।
গোটা টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্স দিয়েছে তারা। সুরঞ্জনা রাউলের করা একেবারে শেষ মুহূর্তে গোলে কন্যাশ্রী কাপের শ্রীভুমিকে হারিয়ে দিলো লাল হলুদ ব্রিগেড।গোটা টুর্নামেন্ট জুড়ে অসামান্য পারফরম্যান্স দেওয়ার ফল পাচ্ছে এবার লাল হলুদ ব্রিগেডের সাতজন ফুটবলার।ভারতের অনূর্ধ ১৯ এর দলে সুযোগ পেলো তারা, এই দল অংশগ্রহণ করবে খেলো ইন্ডিয়া গেমসে।
7 players from our team has been selected for the U19 Bengal Team which will take part in the Khelo India Games:
Riya Sarkar, Ratna Halder, Sulanjana Raul, Tamalika Sarkar, Rimpa Haldar, Mousumi Murmu, Mamani Das.All the best to our Moshal Girls ❤💛
Make us proud once again! pic.twitter.com/6ioCagRAU3— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) January 30, 2023
এই সাত জন ফুটবলার হলেন – রিয়া সরকার, রত্না হালদার,সুলানজানা রাউল,তমালিকা সরকার,রিম্পা হালদার,মৌসুমী মূর্মু এবং মামনি দাস।নিঃসন্দেহে তাদের এই সাফল্য বাংলার ঘরে ঘরে মেয়েদেরকে খেলতে নামতে উৎসাহ প্রদান করবে।