HomeSports NewsMohun Bagan SG: মোহনবাগানের পরের ম্যাচে খেলতে পারবেন না এক বিদেশি ফুটবলার

Mohun Bagan SG: মোহনবাগানের পরের ম্যাচে খেলতে পারবেন না এক বিদেশি ফুটবলার

- Advertisement -

প্লে অফের ম্যাচে নামার আগে সমস্যায় পড়ল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। মরণ-বাঁচন ম্যাচে গুরুত্বপূর্ণ এক বিদেশি ফুটবলারকে পাবেন না হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস।

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন বাগানের নির্ভরযোগ্য বিদেশি ডিফেন্ডার ব্র্যান্ডন হামিল। যার ফলে কার্ড সমস্যার কারণে তাঁকে প্লে অফের ম্যাচে খেলানো সম্ভব হবে না বলেই জানা যাচ্ছে।

   

ব্র্যান্ডন হামিল না থাকলেও হয়তো মোহনবাগান সুপার জায়ান্টের খুব একটা অসুবিধা হবে না। কারণ, তাঁকে প্রথম একাদশে না রেখেও একাধিকবার দল সাজিয়েছেন অ্যান্টোনিও লোপজে হাবাস। হামিলকে অনেক সময় পরিবর্ত খেলোয়াড় হিসেবে ব্যবহার করেছেন বাগানেরত স্প্যানিশ কোচ। প্রথম একাদশে হক্টর ইউৎসে প্রায় নিয়মিত খেলেছেন। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে লিগ শিল্ড জয়ের নিয়মক ম্যাচেও তিনিই ছিলেন কোচের পছন্দ। হামিল পরে মাঠে নেমে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন।

ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে ফের অনুশীলনে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট। লিগ শিল্ড জেতার সুবাদে একেবারে সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছে বাগান। মাঠে নামার আগে মাঝে বেশ কিছু দিন সময় রয়েছে। ফুটবলরদের ফোকাস ধরে রাখার ব্যাপারে মরিয়া সবুজ মেরুন ব্রিগেডের হেড স্যার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular