Setback for East Bengal: বাড়ছে চাপ, নর্থইস্ট ম্যাচে মাঠে থাকবেন না লাল-হলুদের তারকা

মোহনবাগানের বিপক্ষে ম্যাচ অমীমাংসিত রেখেই ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগ শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি সকলেই। এবার দ্বিতীয়…

East Bengal Footballer Souvik Chakrabarti

মোহনবাগানের বিপক্ষে ম্যাচ অমীমাংসিত রেখেই ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগ শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি সকলেই। এবার দ্বিতীয় ম্যাচ। আগামী ১০ই ফেব্রুয়ারীর বিকেলে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে সেই ম্যাচ খেলতে হবে লাল-হলুদকে। এই ম্যাচের উপরেই নির্ভর করবে অনেক কিছুই।

আসলে এবার ও নর্থইস্টের বিপক্ষে জয় পেলে পয়েন্ট তালিকার ছয় নম্বরে উঠে আসতে পারবে ইস্টবেঙ্গল। যা পরবর্তীতে অনেকটা আত্মবিশ্বাস বাড়াবে দলের ফুটবলারদের। তবে সেক্ষেত্রে ও প্রথম একাদশ সাজাতে গিয়ে কার্যত হিমশিম খাওয়ার মতো পরিস্থিতি দেখা দিতে পারে লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতের।

আসলে ক্লেটন সিলভা থেকে শুরু করে নাওরেম মহেশ সিংয়ের মতো ফুটবলারদের দলে রাখা গেলেও এবার ও পাওয়া যাবে না মাঝমাঠের অন্যতম ভরসা সৌভিক চক্রবর্তীকে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এই ম্যাচে ও মাঠে নামতে পারবেন না এই বাঙালি তারকা। উল্লেখ্য, হলুদ কার্ড ইস্যু থাকার দরুণ ডার্বিতে মাঠে নামানো সম্ভব হয়নি এই দাপুটে ফুটবলারকে। তাই মাঝমাঠে আক্রমণ সংগঠিত করার পাশাপাশি প্রতিপক্ষের আক্রমণভাগের ফুটবলারদের আটকাতে গিয়ে নাস্তানাবুদ হতে হয়েছিল কুয়াদ্রাতের ছেলেদের। তবে সেই সময় অনেকেই মনে করেছিল দ্বিতীয় ম্যাচ থেকে সৌভিক ফিরে আসলে ফের পূর্ণ শক্তিতে চলে আসবে ইস্টবেঙ্গল। কিন্তু পেদ্রো বেনলিকের নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে ও এবার খেলতে পারবেন না তিনি।

আসলে গত সুপার কাপ ফাইনালে লাল কার্ড দেখতে হয়েছিল সৌভিক চক্রবর্তীকে। যারফলে, এই ম্যাচে ও তার থাকা সম্ভব নয়। এক কথায় বলতে গেলে, ফেডারেশনের নিয়মের জেরে এবার জেরবার লাল-হলুদ ব্রিগেড।