Match Fixing: ম্যাচ গড়াপেটার ছায়া কলকাতা লিগে, পুলিশে দ্বারস্থ আইএফএ

আইপিএলের পর এবার ম্যাচ গড়াপেটার (Match Fixing) ছায়া কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League)। গত কয়েকদিন ধরেই এই নিয়ে উত্তেজনার পারদ চড়েছে কলকাতা ময়দানের।

Calcutta Football League

আইপিএলের পর এবার ম্যাচ গড়াপেটার (Match Fixing) ছায়া কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League)। গত কয়েকদিন ধরেই এই নিয়ে উত্তেজনার পারদ চড়েছে কলকাতা ময়দানের। আসলে এবারের ফুটবল মরশুমে টালিগঞ্জ অগ্ৰগামী ও পিয়ারলেসের মধ্যে আয়োজিত ম্যাচের বেশকিছু মুহুর্ত নিয়ে সংশয় প্রকাশ করতে দেখা গিয়েছিল সকলকে।

এমনকি সেই ম্যাচের শেষের দিকে খেলোয়াড়দের মনোভাব ও গতিবিধি নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। সেজন্য এবার এই গোটা বিষয়টিকে নিয়ে স্বচ্ছ তদন্তের জন্য কলকাতা পুলিশের সাহায্য চাইল বঙ্গীয় ফুটবল সংস্থা তথা আইএফএ। আসলে চলতি ফুটবল মরশুমে একাধিকবার একাধিক ম্যাচ নিয়ে গড়াপেটার অভিযোগ উঠে এসেছে ময়দান থেকে। তাই সমস্ত কিছু মাথায় রেখে সঠিক তদন্তের জন্য কলকাতা পুলিশের কাছে বিশেষ চিঠি পাঠালেন আইএফএ সচিব অনির্বান দত্ত। পূর্বে ম্যাচ নিয়ে সংশয় কিংবা ক্ষোভ থাকলেও এই প্রথমবার পুলিশ হস্তক্ষেপ চাইল এই ফুটবল সংস্থা।

এই প্রসঙ্গে সচিব অনির্বান দত্ত বলেন, অভিযোগ যখন উঠেছে তখন সমস্ত কিছু খতিয়ে দেখতে পুলিশের হস্তক্ষেপ একটি সঠিক পদক্ষেপ। তাহলেই আসল সত্যিটা সামনে আসবে। তবে আমি মনে করি, কলকাতা ময়দানে যদি এমনতর ঘটনা ঘটে থাকে, তাহলে তা বন্ধ করা প্রয়োজন। আইএফএ গোটা বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে।

তবে ম্যাচ গড়াপেটা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে, তবে ফুটবলকে কলঙ্ক মুক্ত রাখতে আইএফএ একেবারে শেষ পর্যন্ত যাবে। কেউ যদি সত্যি দোষী প্রমাণিত হয়, তাহলে তার পাশাপাশি সেই সংশ্লিষ্ট ক্লাবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ম্যাচ ফিক্সিং আটকাতে এআইএফএফের তরফ থেকে একটি অ্যান্টি ম্যাচ ফিক্সিং এজেন্সির সঙ্গে যুক্ত হয়েছে। আইএফএ এর তরফ থেকেও তাদের সাথে চুক্তি করা হয়েছে। যারফলে, কলকাতা ফুটবল লিগের প্রতিটি ম্যাচের উপরেই কড়া নজর ছিল তাদের। সেখান থেকেই সবার আগে সন্দেহ গিয়ে পড়ে পিয়ারলেস ও টালিগঞ্জ ম্যাচের উপরে। যেখানে শেষ মুহূর্তে গোল করে ম্যাচ জিতেছিল পিয়ারলেস। সেই নিয়েই চলছে তদন্ত।