Sergio Lobera Insight: মোহনবাগান কেন সেরা বোঝালেন খোদ লোবেরা

Sergio Lobera

কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে মোহনবাগান সুপার জায়ান্টকে এই মুহুর্তে দেশের সেরা দল বলেছেন ওড়িশা এফসির কোচ সের্জিও লোবেরা (Sergio Lobera)। তিনি এটাও বলেছেন, “যে কোনও দলের বিরুদ্ধে খেলার জন্য আমরা প্রস্তুত।”

প্লে অফ পর্বে এসে উপস্থিত হয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ। আজ সন্ধ্যায় কলিঙ্গ স্টেডিয়ামে রয়েছে ওড়িশা এফসি বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ। তার আগে প্রথামাফিক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সের্জিও লোবেরা। মাঠে নামার আগে তাঁকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে।

   

সাংবাদিক সম্মেলনে সের্জিও লোবেরা বলেছেন, “এখন পর্যন্ত আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। আমরা ভারতের শক্তিশালী দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং সব প্রতিযোগিতায় শেষ পর্যন্ত লড়াই করছি।” এরপর তিনি মনে করিয়ে দিয়েছেন, “আমরা কলিঙ্গ সুপার কাপে ফাইনালে পৌঁছেছি। এই পর্যায়ে পৌঁছানোর জন্য মুম্বই সিটি এফসি এবং এফসি গোয়ার মতো দলকে পরাজিত করেছি। এএফসি কাপে বসুন্ধরা কিংসের মতো শক্তিশালী দল, এমনকি বর্তমান লিগ শিল্ড বিজয়ী মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষেও জয়লাভ করেছিলাম।”

তাহলে কেন মোহনবাগান সুপার জায়ান্টকে এই মুহুর্তে দেশের সেরা ক্লাব বলছেন লোবেরা? তাঁর কথায়, “কেরালা ব্লাস্টার্স খুব ভালো দল। ম্যাচের দিকে আমাদের ফোকাস ধরে রাখতে হবে। কাজটা সহজ হবে না। তবে আমরা কলিঙ্গ স্টেডিয়ামে খেলছি। আশা করি আমরা সেমিফাইনালে পৌঁছাতে পারব এবং এই মুহুর্তে ভারতের সেরা দল মোহনবাগান এসজি-র বিরুদ্ধে খেলতে পারব। কারণ তারা শিল্ড জিতেছে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন