বাগানের বিপক্ষে নামার আগে কী বলছেন লোবেরা? জানুন

Sergio Lobera of Odisha FC

ঘন্টা কয়েকের মধ্যেই আইএসএলের প্রথম সেমিফাইনাল খেলতে নামবে মোহনবাগান সুপারজায়ান্টস। প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওদিশা এফসি। গত বছর শেষ ছয়ের লড়াই থেকেই ছিটকে যেতে হয়েছিল তাদের। পরাজিত হতে হয়েছিল সবুজ-মেরুনের কাছে। বছর ঘুরেছে, এবার আইএসএলের সেমিফাইনাল। প্রতিপক্ষ কলকাতার সেই প্রধান। নিজেদের ঘরের মাঠে বদলা নেওয়ার লড়াই গতবারের সুপার কাপ জয়ীদের। যা নিঃসন্দেহে বড়সড় চ্যালেঞ্জ বাগান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের কাছে। অন্যদিকে, জয় পেয়ে নিজেদের সক্রিয়তা বজায় রাখার লড়াই সার্জিও লোবেরার।

Advertisements

বলাবাহুল্য, এবারের আইএসএলে এখনো পর্যন্ত নিজেদের ঘরের মাঠ অর্থাৎ কলিঙ্গ স্টেডিয়ামে পরাজিত হয়নি মুর্তাজা ফলরা। তাই আজ নিজেদের ঘরের মাঠে তারা যে অনেকটাই ভয়ঙ্কর হয়ে উঠবে তা সকলের কাছেই পরিষ্কার। এদিন ম্যাচ শুরু হওয়ার আগে প্রতিপক্ষ দল মোহনবাগান সুপারজায়ান্টস প্রসঙ্গে মুখ খোলেন ওডিশা দলের স্প্যানিশ কোচ। তিনি বলেন, আমি যদি মোহনবাগান দলের দায়িত্বে থাকতাম, তাহলে আমি তাদের ঘরের মাঠে ওডিশা এফসির বিরুদ্ধে খেলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতাম না।

Advertisements

নিজেদের ঘরের মাঠে রয় কৃষ্ণারা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেই ইঙ্গিত দিয়ে দিলেন লোবেরা। উল্লেখ্য, এবারের সুপার কাপে অনবদ্য লড়াই করেও শেষ রক্ষা হয়নি। সেই সব ভুলে এবার আইএসএল জয় করতে বধ্যপরিকর এই ফুটবল ক্লাব।