গ্যালারি থেকে কিংস-জায়ান্টকে মেপে নিল এক জোড়া অভিজ্ঞ চোখ

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে হোম ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে মোহন বাগান সুপার জায়ান্ট। ২-২ স্কোরলাইনে ম্যাচ শেষ হয়েছে। বাংলাদেশের অন্যতম সেরা দলের বিরুদ্ধে প্রত্যাশা মতো খেলতে…

Sergio Lobera

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে হোম ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে মোহন বাগান সুপার জায়ান্ট। ২-২ স্কোরলাইনে ম্যাচ শেষ হয়েছে। বাংলাদেশের অন্যতম সেরা দলের বিরুদ্ধে প্রত্যাশা মতো খেলতে পারেনি বাগান। গ্যালারিতে বসে দুই প্রতিপক্ষকে আরও একবার দেখে নিল এক জোড়া চোখ।

ভিসা সমস্যার কারণে কিছুটা দেরিতে ভারতে এসেছিল বসুন্ধরা কিংস। তার ওপর প্রথম একাদশ বাছাই করার ক্ষেত্রে কোচ অস্কার ব্রুজনকে বেশ মাথা ঘামাতে হয়েছিল বলেও শোনা যাচ্ছে। অ্যাওয়ে ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়ে খুব একটা অখুশি হবে না বসুন্ধরা কিংস। পুরো পয়েন্ট না পেয়ে মোহন বাগান সুপার জায়ান্টের অখুশি হওয়ার কথা। সবুজ মেরুন সমর্থকদের কেউ কেউ বলছেন, মঙ্গলবার চলতি মরসুমে অন্যতম খারাপ ফুটবল খেলেছে বাগান।

   

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা হয়েছিল। বাগানের ম্যাচের আগে ওই একই মাঠে হয়েছিল ওড়িশা এফসি বনাম মেজিয়ার খেলা। মালদ্বীপের দলকে ছয় গোল দিয়েছিল ওড়িশা। ম্যাচের পরেও স্টেডিয়ামে ছিলেন ওড়িশা এফসির কোচ সের্জিও লোবেরা (Sergio Lobera)। গ্যালারি থেকে দেখেছেন মোহন বাগান সুপার জায়ান্ট বনাম বসুন্ধরা কিংসের ম্যাচ। দুই দলের কাছেই ইতিপূর্বে পরাজিত হয়েছে ওড়িশা।

AFC গ্রুপ পর্বের শীর্ষে থাকা দল যাবে পরের পর্বে। আপাতত এগিয়ে রয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। তবে পয়েন্ট হারাতে থাকলে হুয়ান ফেরান্ডোর কপালে চিন্তার ভাঁজ পড়তে পারে। মোহন তরীকে রুখে দেওয়ার আগে ওড়িশা এফসিকে হারিয়েছিল কিংস। সেটা ছিল বসুন্ধরার হোম ম্যাচ। ফিরতি পর্বের ম্যাচ আগামী ১১ ডিসেম্বর। ওড়িশা এফসি বাগানের কাছেও AFC ম্যাচে হেরেছিল। বাগানের বিরুদ্ধে ওড়িশার ফিরতি পর্বের ম্যাচ আগামী ২৭ নভেম্বর।