Sergio Lobera: চিনের ক্লাবের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ায় ধোঁয়াশায় লোবেরার ভবিষ্যৎ

বর্তমানে কলকাতা ময়দানের সবচেয়ে আলোচিত বিষয় হল সার্জিও লোবেরা (Sergio Lobera)। কিছুদিন আগেই এজেন্ট মারফত যিনি লাল-হলুদে আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন।

Steve Coppell and Sergio Lobera pictured together at a football event

বর্তমানে কলকাতা ময়দানের সবচেয়ে আলোচিত বিষয় হল সার্জিও লোবেরা (Sergio Lobera)। কিছুদিন আগেই এজেন্ট মারফত যিনি লাল-হলুদে আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন। সেই কথা সামনে আসতেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল আপামর ইস্টবেঙ্গল জনতা। তবে গত তিন-চারদিন ধরেই দেখা দেয় নতুন বিতর্ক।

একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের তরফ থেকে বলা হয় লোবেরা কে দলে টানার জন্য নাকি ইস্টবেঙ্গলের সঙ্গে নাকি আসরে নেমে পড়েছে ওডিশা এফসি। তার সাথে কথাবার্তা ও নাকি অনেকটাই চূড়ান্ত পর্যায় নিয়ে গেছে জোসেফ গাম্বাউয়ের এই প্রাক্তন দল। তারপর থেকেই কপাল চাপড়াতে শুরু করে দলের সমর্থকরা। এবার সেই নিয়েই উঠে আসল নয়া তথ্য।

উল্লেখ্য, ওডিশা এফসির সঙ্গে লোবেরার কথপোকথন নতুন নয়। গত বছরের শেষের দিক থেকেই তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল ওডিশা কতৃপক্ষ। কিন্তু একটা সময় কথাবার্তা আর বেশিদূর এগোয়নি। তবে এবার লাল-হলুদের দায়িত্ব সামলানোর কথা সামনে আসতেই নতুন মোর নেয় ওডিশার সাথে লোবেরার আলোচনা। তবে সেইসবে খুব একটা কান দিতে নারাজ লাল-হলুদ কর্তারা। শোনা গিয়েছে তা পাওয়া নিয়ে ও নাকি যথেষ্ট আশাবাদী ইমামি ম্যানেজমেন্ট। তবে এখনো পর্যন্ত লোবেরা সিচুয়ান এফসির দায়িত্বে থাকায় এনওসি না পাওয়া পর্যন্ত কোনও কিছুই চূড়ান্ত করতে পারছে না কোনো পক্ষ।

এইসব নিয়েই আজ লোবেরার সঙ্গে বিশেষ বৈঠকে বসার কথা ছিল চিনের এই প্রথম ডিভিশন ক্লাবের কর্তাদের। মনে করা হচ্ছিল আজকের এই আলোচনার পর অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এই স্প্যানিশ কোচের ভবিষ্যৎ। তবে অনিবার্য কারন বসত আজ বাতিল করা হয় সেই বৈঠক। যারফলে এখনো ধোঁয়াশায় থাকল লোবেরার বিষয়।

উল্লেখ্য, গত মাসের শেষের দিকে ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের তরফে জানানো হয়, আগামী পনেরো দিনের মধ্যেই তারা জানিয়ে দেবে নতুন কোচের নাম। তবে আজকের এই বৈঠক বাতিল হওয়ায় আগামী কয়েকদিনের মধ্যে তা ঘোষণা করা কতটা সহজ হবে, সেটাই বড় বিষয়।