অধিনায়কের নাম ঘোষণা করেছে ওড়িশা এফসি। বলা ভালো অধিনায়কদের নাম ঘোষণা করেছে ওড়িশা এফসি (Odisha FC)। পাঁচজন ক্যাপ্টেনের নাম ঠিক করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। একাধিক অধিনায়ক প্রসঙ্গে মুখ খুলেছেন দলের হেড কোচ সার্জিও লোবোরা (Sergio Lobera)।
শনিবার নতুন মরসুমের জন্য সিনিয়র দলের পাঁচজন ক্যাপ্টেনের নাম প্রকাশ্যে নিয়ে এসেছে ওড়িশা এফসি। সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা করেছে ক্লাব। নির্বাচিত পাঁচ অধিনায়ক – জেরি মাওয়াইয়া, অমরিন্দর সিং, মুর্তাদা ফল, রয় কৃষ্ণা এবং কার্লোস দেলগাদো। দলকে মাঠে থেকে নেতৃত্ব প্রদান করার জন্য মূলত অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর ভরসা করেছে ক্লাব। যার মধ্যে তিনজন বিদেশি ফুটবলার এবং দুইজন ভারতীয়।
Introducing our new – CLUB CAPTAINS 👨🏻✈️#OdishaFC #AmaTeamAmaGame #KalingaWarriors #OFCTour23 #Thailand #PreSeason pic.twitter.com/2jFtUfG954
— Odisha FC (@OdishaFC) August 19, 2023
পাঁচজন অধিনায়ক নির্বাচন প্রসঙ্গে দলের হেড কোচ একটি ভিডিও বার্তায় মুখ খুলেছেন। সার্জিও লোবোরা বলেছেন, “ক্যাপ্টেন বাছাইয়ের ব্যাপারে আমি খুব একটা মাথা ঘামাই না। মাঠে থেকে দলকে কে নেতৃত্ব প্রদান করবে সেটা ফুটবলাররা ঠিক করুন। কারণ আসল কাজটা তাদেরই করতে হবে। আমাদের পাঁচজন অধিনায়ককে নিয়ে আমি খুশি। তবে সব থেকে বড় কথা আমরা একটা পরিবার। ফুটবলার, স্টাফ, সমর্থক… আমরা সবাই একটা পরিবার এবং আমার কাছে এটাই সবথেকে বড় ব্যাপার।”
Head Coach Sergio Lobera shares his train of thought on the club appointing five captains for the new season 💭🎙️#OdishaFC #AmaTeamAmaGame #KalingaWarriors #OFCTour23 #Thailand #PreSeason pic.twitter.com/TaHvVpjXnK
— Odisha FC (@OdishaFC) August 20, 2023