বর্তমানে নতুন কোচ কে কেন্দ্র করে একেবারে টালমাটাল পরিস্থিতি লাল-হলুদের (East Bengal) অন্দরে। সুপার কাপের পড়েই দায়িত্ব শেষ হয়েছে ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের। এবার আগামী মরশুমের জন্য নতুন কোচ নির্বাচনের পাশাপাশি শক্তিশালী দল তৈরি করতে মরিয়া ইস্টবেঙ্গল।
বিভিন্ন সূত্র মারফত একাধিক ভারতীয় ফুটবলারকে সই করানোর কথা শোনা গেলেও কোচের সম্পর্কে এখনো ধোঁয়াশায় ক্লাব। গত মাসের মাঝামাঝি সময় থেকে একাধিক হাইপ্রোফাইল কোচের নাম শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গলের অন্দর থেকে। যাদের মধ্যে ছিলেন অ্যান্তোনিও লোপেজ হাবাস, কার্লোস কুয়াদ্রাত ও সার্জিও লোবেরা। প্রথম থেকেই বাকিদের পিছনে ফেলে লড়াইয়ে এগিয়ে ছিলেন স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা (Sergio Lobera)। তবে এবার তাকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই লোবেরার পাসপোর্টের ফটোকপি দেখে দলের কনট্রাক্ট পেপার পাঠিয়ে ছিল ইমামি ইস্টবেঙ্গল। তাহলে হঠাৎ কেন দেখা দিল এমন পরিস্থিতি? কারন হিসেবে উঠে আসছে এনওসি। এই নিয়ে নাকি গতকাল চিনের সিচুয়ান থেকে মেইল করে বিশেষ বার্তা দেওয়া লাল-হলুদ কে। সেখানে বলা হয় লোবেরার বিষয়ে মিটতে আরো ১৫-২০ দিন অপেক্ষা করতে হবে তাদের। এরপর চূড়ান্ত হতে পারে সমস্ত কিছু।
তবে এখানে খুশি হওয়ার কোনো কারন নেই, শোনা যাচ্ছে যতদিন এগোচ্ছে ততই নাকি ইস্টবেঙ্গলের উপর থেকে আগ্ৰহ হারাচ্ছেন লোবেরা। এমনকি আগামী ১৫-২০ দিন অপেক্ষা না করে কোচ নিয়ে নেওয়ার কথাও শোনা গিয়েছে লোবেরার তরফ থেকে। যা থেকে অনেকেই মনে করছেন যে ইস্টবেঙ্গল কে সরাসরি কিছু না বললে ও ঘুরিয়ে হয়ত না করে দিলেন এই স্প্যানিশ কোচ। যা শুনে হতবাক সকলেই।
তাহলে কি এবার বিকল্প কাউকে খুঁজবে ইস্টবেঙ্গল? এবার ঠিক এমনটাই শোনা যাচ্ছে। উল্লেখ্য, কোচ নির্বাচন করার সময় সার্জিও লোবেরার পাশাপাশি কার্লোস কুয়াদ্রাত ও অ্যান্তোনিও লোপেজ হাবাস কে ও উইশ লিস্টে রেখেছিল ইস্টবেঙ্গল। এবার নাকি তাদের সঙ্গে ই পুনরায় যোগাযোগ শুরু করেছে ইমামি কর্তারা। শেষ পর্যন্ত কে পাবেন লাল-হলুদের দায়িত্ব? মনে করা হচ্ছে আগামী ১৫-২০ দিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে সমস্ত কিছু।